ফাইল ছবি।
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ক’দিন আগেই শহরে এসেছিলেন অমিত শাহ ও জে পি নাড্ডা। এবার শনিবার দুপুরে কলকাতায় পা রাখছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। আসছেন সংঘের আরেক শীর্ষ নেতা দত্তাত্রেয় হোসবোলে। ভাগবত কলকাতায় এলেও, দত্তাত্রেয় আসছেন দুর্গাপুরে। আরএসএসের তরফে জানানো হয়েছে, এই সফর রুটিন মাফিক ও একেবারেই সাংগঠনিক। তবে রাজনৈতিক মহল মনে করছে, এই সফরের মূল লক্ষ্য হিন্দুত্বের হাওয়া তৈরি করা। চব্বিশের লড়াইয়ে এই রাজ্য থেকে তার প্রতিফলন যাতে বিজেপি পায়।
টানা দু’দিন সাংগঠনিক কর্মসূচি রয়েছে ভাগবতের। শাহ—নাড্ডার পরপরই ভাগবত রাজ্যে আসায় লোকসভা ভোট-বর্ষের প্রাকলগ্নে বাংলায় গেরুয়া শিবিরের এই তৎপরতা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই সফরে রীতিমাফিক সমাজের বেশ কয়েকজন বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করারও কথা আছে সংঘপ্রধান মোহন ভাগবতের। যাঁদের মধ্যে রয়েছেন রাজে্যর প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন বিশ্বাস, ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে-সহ বেশ কয়েকজন শিল্পী-বুদ্ধিজীবী-শিক্ষাবিদ। এছাড়াও প্রবীন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতে পারেন ভাগবত। ১৯৯১ সালে তৎকালীন কলকাতা উত্তর-পশ্চিম আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ভিক্টর। তিনিই ছিলেন রাজ্যে বিজেপির প্রথম তারকা প্রার্থী। তাছাড়া ভিক্টর দীর্ঘ সময় সঙ্ঘ পরিবারের সংগঠন ‘সংস্কার ভারতী’র রাজ্য সভাপতিও ছিলেন।
এই সফরে রাজ্য বিজেপির তিন শীর্ষ নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় বৈঠক হবে ভাগবতের। বৈঠকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি, লোকসভা নির্বাচনের প্রস্তুতি ছাড়াও আলোচ্যসূচিতে থাকতে পারে রামমন্দির নিয়ে রাজ্যব্যাপী হিন্দুত্বের জাগরণের বিষয়টি। বস্তুত ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ কর্মসূচির মাধ্যমে হিন্দুত্ব জাগরণের যে প্রয়াস গেরুয়া শিবিরে পক্ষ থেকে শুরু হয়েছে, লোকসভা ভোটের আগে তা তুঙ্গে তুলতে প্রয়োজনীয় পথনির্দেশ ভাগবত দেবেন বলে ধারণা বিজেপি নেতত্বের। অন্যদিকে সর-কার্যবাহ দত্তাত্রেয় হোসবোলে দুর্গাপুরে শনি ও রবিবার মধ্যবঙ্গের বিভিন্ন জেলার সঙ্ঘ কর্তাদের নিয়ে বৈঠক করবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.