ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: চড়চড়িয়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম (Petrol Price Hike)। উত্তরবঙ্গের একাধিক জেলায় সেঞ্চুরি করেছে পেট্রল। কলকাতায়ও ১০০ ছুঁইছুঁই পেট্রলের দাম। তথৈবচ অবস্থা ডিজেলেরও। আর পেট্রোপণ্যের দামের এই রেকর্ড বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । ২০২০ সালের নিজের একটি টুইট তুলে ধরে লিখলেন, খুব কিছু বদল হয়নি। সেই দোষ দেওয়ার পালা এখনও চলছে। ক্রমাগত শুল্ক বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় সরকার।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, “আমজনতার দৈনিক জীবনযাপন আরও কঠিন করে তোলার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে বিজেপি। যার অন্যতম উদাহরণ পেট্রপণ্যের দামের রেকর্ড বৃদ্ধি। আর এই অবস্থায় কেন্দ্রের ভূমিকা অতীতের চেয়ে খুব একটা বেশিকিছু বদল হয়নি। দেশবাসীর চাহিদার দিকে নজর না দিয়ে দোষারোপের রাজনীতি চলে যাচ্ছে।” সঙ্গে হ্যাশট্যাগ দেন #ModiBabuPetrolBekabu। ২০২০ সালের পেট্রপণ্য থেকে কেন্দ্র সরকার কত টাকা শুল্ক নেয়, তারও হিসেব তুলে ধরেছেন অভিষেক।
As fuel prices hit a HISTORIC HIGH, @BJP4India govt. seems to be working very hard towards adding to the woes of the public.
Not much has changed from 2020. The same old blame game continues while the demands of the people of India are conveniently ignored! #ModiBabuPetrolBekabu https://t.co/blEuah3aEp
— Abhishek Banerjee (@abhishekaitc) July 4, 2021
কেন্দ্রকে আক্রমণ শানানো হয়েছে তৃণমূলের তরফেও। তাদের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, পকেট ফাঁকা কিন্তু সমস্যা হাজার (Pockets empty, troubles plenty!) গরিবের সরকার হওয়ার মিথ্যে দাবি করে কেন্দ্র। দেশজুড়ে লাফিয়ে বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দাম।” পিএম কেয়ার্স ফান্ডকে কটাক্ষ করে লেখা হয়, “প্রধানমন্ত্রী তথা মোদি এবার উচিৎ দেশবাসীর দিকে নজর দেওয়া।” সবমিলিয়ে পেট্রপণ্যে মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের তোপের মুখে কেন্দ্র সরকার।
Pockets empty, troubles plenty!@BJP4India must dissociate itself from the false claims of being a ‘gareebo ka sarkar’. The frequent increment in #fuel prices have wrecked havoc across the country.
It is about time that the PM shows some ACTUAL CARE.#ModiBabuPetrolBekabu pic.twitter.com/sJgVZI7jrh
— All India Trinamool Congress (@AITCofficial) July 4, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.