Advertisement
Advertisement

Breaking News

লোকসভার রণকৌশল তৈরি করতে রাজ্য সভাপতিদের সঙ্গে বৈঠকে মোদি-শাহ

পাঁচ রাজ্যে ভরাডুবির পর ঘুরে দাঁড়াতে তৎপর বিজেপি৷

 Modi-Shah meeting with All state president
Published by: Tanujit Das
  • Posted:December 12, 2018 2:23 pm
  • Updated:December 12, 2018 2:23 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর, আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল রচনা করতে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ ‘যো হো গয়া, সো হো গয়া’ এই নীতিতে ভর করে উনিশের আগে দলকে আবারও চাগিয়ে তুলতে তৎপর মোদি-শাহ জুটি৷ সেই লক্ষ্যে বৃহস্পতিবার দিল্লির সদর দপ্তরে সমস্ত রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতারা৷ সূত্রের খবর, বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷

[মাকে বাঁচাতে নিজের লিভারের অংশ দান করলেন মেয়ে]

Advertisement

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বৈঠক সম্পর্কিত নির্দেশিকা এসে পৌঁছে গিয়েছে ৬, মুরলীধর সেন লেনের রাজ্য বিজেপি দপ্তরে৷ যেখানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের সাধারণ সম্পাদককে (সাংগঠনিক) ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে৷ হাই কমান্ডের এই নির্দেশ আসার পরই তৎপরতা বেড়েছে রাজ্য বিজেপি দপ্তরে৷ বৈঠকে রথযাত্রা নিয়েও বৈঠক করা হতে পারে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর৷ আগামিকাল, বৃহস্পতিবার সকালেই নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্য বিজেপি সভাপতি৷ তাঁর সঙ্গে যাবেন রাজ্য বিজেপির সহ-সাধারণ সম্পাদক (সাংগঠনিক) কিশোর বর্মন৷ সূত্রের খবর, ৬ এ, দীনদয়াল উপাধ্যায় মার্গ অর্থাৎ বিজেপির সদর দপ্তরে হতে চলা ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বিজেপির সমস্ত রাজ্য সভাপতি ও সাংগঠনিক সম্পাদকদের৷

[স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করতে গিয়ে গণপিটুনির শিকার ব্যক্তি!]

মঙ্গলবারই প্রকাশিত হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল৷ যেখানে কার্যত মুখ থুবড়ে পড়েছে পদ্ম শিবির৷ হাতছাড়া হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের তখত৷ যে ‘গো-বলয়’ বা ‘হিন্দি হার্টল্যান্ড’ নিয়ে এতদিন গর্ব করতেন বিজেপি নেতারা৷ সেখানেই কার্যত ফিকে হয়ে গিয়েছে গেরুয়া রং৷ রাজনৈতিক মহলের মতে, এই নির্বাচনে যে এতটা শোচনীয় ফলাফল হতে পারে তা হয়তো ঠাওর করতে পারেনি বিজেপির শীর্ষ নেতৃত্বও৷ সেই কারণেই মঙ্গলবার ফলাফল ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত একটা সাংবাদিক সম্মেলন করার সাহস হয়নি তাদের৷ ফলে এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল লোকসভার আগে দলের কর্মীদের মনোবল চাঙ্গা করা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement