স্টাফ রিপোর্টার: ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায় নিয়ে ৩১ অক্টোবরের মধ্যে কেন্দ্রের সদুত্তর না পেলে আন্দোলনের হুমকি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফল মিলেছে হাতেনাতে! তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে একশো দিনের কাজ সংক্রান্ত চিঠি পাঠাল কেন্দ্রীয় সরকার। সে খবর জানিয়েছেন রাজ্যপাল নিজেই। জানান, কেন্দ্রের পাঠানো সেই চিঠি তাঁর ‘সাংবিধানিক সহকর্মী’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (WB CM Mamata Banerjee) কাছে পাঠিয়েও দিয়েছেন।
বুধবার সকালে রাজভবনে এক অনুষ্ঠানের শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাজ্যপাল (WB Governor C V Anand Bose) জানান, ‘‘আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির প্রেক্ষিতে উত্তর এসেছে কেন্দ্রীয় সরকারের থেকে। সেই চিঠি মিলেছে। সেটা আমার সাংবিধানিক সহকর্মী, মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি। চিঠিতে কেন্দ্রীয় সরকার কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করেছে। সেটা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছি। মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।’’ তবে চিঠির বিষয়বস্তু কী, তা নিয়ে মুখ খোলেননি রাজ্যপাল। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “বিষয়টি রাজ্যপাল ও তাঁর সাংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রীর মধ্যেকার বিষয়। যতক্ষণ না করণীয় বিষয়গুলি সম্পন্ন হচ্ছে, ততক্ষণ তা সর্বসমক্ষে আনা অনুচিত।”
অক্টোবর মাসের গোড়ায় একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে আন্দোলনে নেমে রাজভবনের সামনে লাগাতার ধরনা শুরু করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনের ‘চাপে’ তাঁর সঙ্গে বৈঠক করতে হয় রাজ্যপালকে। ৩০ জন প্রতিনিধি-সহ রাজ্যপাল বোসের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেখানে একশো দিনের কাজে বকেয়া মেটাতে কেন্দ্রকে লেখা চিঠিও রাজ্যপালের হাতে তুলে দেন তিনি। রাজ্যপাল সেই চিঠি পৌঁছে দেন দিল্লিতে। সেই চিঠির জবাব আসার কথাই এদিন জানান রাজ্যপাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.