সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দশক পর দেশে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। আপাতত ২৩১-এ থামতে হয়েছে তাদের। দেশের জনতার রায়ে খুশি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই রায়ের পর নরেন্দ্র মোদি, অমিত শাহের পদত্যাগ করা উচিৎ, বলছেন তিনি। একইসঙ্গে মমতার দাবি, আরএসএস ও বিজেপিতে অনেক ভালো মানুষ আছেন, তাঁরাও বিষয়টি একটু দেখুন।
মঙ্গলবার বাংলায় ‘ম্যাজিক’ দেখিয়েছে তৃণমূল। সন্ধে সাড়ে ৬টা অবধি ২৮ আসনে এগিয়ে তারা। এর মধ্যে একাধিক আসনে জিতে গিয়েছে। অন্যদিকে বিজেপির ঝুলিতে যাচ্ছে ১২টি আসন। শুধু বাংলা নয়, গোটা দেশেই বিজেপির আসন কমেছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। যা নিয়ে খুশি তৃণমূল সুপ্রিমো। তিনি বলছেন, “ওরা দল ভেঙেছে, জনতা ওদের মেরুদন্ড ভেঙে দিয়েছে। মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমি খুব খুশি। এখন নীতীশজি ও টিডিপির পা ধরতে হচ্ছে।” মমতার আরও সংযোজন, “মোদি-শাহের অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে।” এর পরই তৃণমূল সুপ্রিমোর দাবি, “দেশের জন্য খতরনক কাজ করেছেন ওরা। বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন মোদি। দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা পায়নি। ওরা ইন্ডিয়াকে ভাঙতে পারবে না।”
এর পরই আরএসএস ও অটল বাজপেয়ীর সময়কার বিজেপির প্রশংসা করেন মমতা। তাঁর কথায়, “আরএসএসে অনেক ভালো মানুষ আছেন। বিজেপিতেও কিছু ভালো লোক আছেন, যারা বাজপেয়ী আমলে কাজ করেছেন। তাদের বলব, বিষয়টা দেখুন।” এ প্রসঙ্গে বাজপেয়ী জমানার প্রশংসা করেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহল বলছে, মোদি-শাহের পদত্যাগ চেয়েও ‘নরম’ বিজেপির প্রতি সুর নরম রাখলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.