Advertisement
Advertisement

শিশুচোর সন্দেহে শহরে ফের গণপিটুনি, আক্রান্ত মানসিক ভারসাম্যহীন

অভিযুক্তকে সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Mob thrashes man in Kolkata
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 4, 2019 10:21 am
  • Updated:March 4, 2019 12:44 pm

অর্ণব আইচ :  ফের গুজবের জেরে গণপিটুনি কলকাতার বুকে। মাইকে প্রচার থেকে লিফলেট বিলি-পুলিশের যাবতীয় সতর্কতামূলক প্রচারের পরেও শিশুচোর সন্দেহে গণপিটুনির ঘটনা অব্যাহত। রাজ্যজুড়ে পর পর একই ঘটনা ঘটেই চলেছে। কাঁকুড়গাছির পর এবার ঘটনাস্থল কলকাতারই বড়তলা। ছেলেধরা সন্দেহে গণধোলাইয়ের শিকার হলেন মানসিক ভারসাম্যহীন এক যুবক।

[গুরুতর অসুস্থ বীণাপাণি দেবী, ভরতি এসএসকেএমে]

জানা গিয়েছে, রবিবার রাতে বড়তলা থানা এলাকার ডালিমতলা লেনে ওই যুবককে ইতস্তত ভাবে ঘুরতে দেখেন স্থানীয়রা। অভিযোগ,  একটি বাচ্চাকে ইশারায় ডাকছিলেন ওই যুবক। স্থানীয়রা তাঁকে চেপে ধরেন। অভিযোগ দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোনও সদুত্তর দিতে পারেননি ওই যুবক। এরপরই শিশুচোর সন্দেহে যুবককে মারধর শুরু করে ডালিমতলা লেনের বাসিন্দাদের একাংশ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রমণের মুখে পড়েন স্থানীয় কয়েকজন যুবক। পরিস্থিতি বেগতিক বুঝে বড়তলা থানায় খবর দেন তাঁরা। আক্রান্তকে উদ্ধার করে পুলিশ।তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্তের পরিবারের তরফে বড়তলা থানায় অভিযোগ করা হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন হওয়ায় প্রাথমিক পর্যায়ে তাঁর থেকে কোনও তথ্যই পায়নি পুলিশ। এরপর স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানা যায়, আদতে ট্যাংরার বাসিন্দা ওই যুবক। রবিবার সকালে আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে উপলক্ষ্যে বড়তলার ডালিমতলায় এসেছিলেন তিনি।

[৫০ বছর পূর্ণ হল রাজধানী এক্সপ্রেসের, জন্মদিনেও দেরিতে ছাড়ল ট্রেন]

কয়েকদিন আগেই, কাঁকুড়গাছিতে অপরিচিত এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। ফুলবাগান থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন স্থানীয়রা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল ১৭ জনকে। শুধু কলকাতা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে গুজবের জেরে আক্রান্ত হয়েছেন অনেকেই। ঘটনা প্রকাশ্যে আসার পরেও ঘটেই চলেছে একই ঘটনা। তবে কি ফাঁক থেকে যাচ্ছে প্রচারেই, উঠছে প্রশ্ন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement