সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) আক্রান্ত যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তীর গাড়ির চালক। গাড়ি চালকের সংস্পর্শে আসায় আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বিধায়ক। তবে কোভিড পজিটিভ নন তিনি।
করোনা কালে বুধবার একদিনের জন্য বসবে বিধানসভার বাদল অধিবেশন। তার আগে বিধানসভায় সমস্ত বিধায়ক, কর্মী, গাড়ির চালক, সাংবাদিকের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট এলে জানা যায়, সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) ড্রাইভারের শরীরে বাসা বেঁধেছে মারণ ভাইরাস। মঙ্গলবার টুইটে নিজেই একথা জানান বাম বিধায়ক। জানান, বুধবারের বিধানসভার বাদল অধিবেশন-সহ অন্তত আগামী সাত দিনের কোনও কর্মসূচিতেই অংশ নেবেন না তিনি। পাশাপাশি বলেন, গত মাসে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল, সেই সময়ও রিপোর্ট এসেছিল নেগেটিভ।
Today I have tested COVID negative in WBLA. But since my colleague, who drives my car, has tested positive, I will follow norms of self quarantine & repeat test. I will keep myself off from public programme for a week. I was tested negative in the 1st week of the last month also.
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) September 8, 2020
প্রসঙ্গত, রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩,০৯১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১, ৮৬, ৯৫৬। একইভাবে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। একদিনে মৃত্যু হয়েছএ ৫৭ জনের। মোট মৃত্যু হয়েছে ৩,৬৭৭ জনের। তবে এর মাঝে খানিকটা আশা জোগাচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.