তনুজিৎ দাস: বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ‘মা’ বলে সম্বোধন করে এসেছেন৷ এই নামেই দলনেত্রীর নম্বর তাঁর ফোনে সেভ করা৷ কিন্তু এবার সেই ‘মাতৃসম’ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই নির্বাচনী ময়দানে অবতীর্ণ হওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমোর একদা প্রিয় কানন৷ প্রত্যয়ের সঙ্গে জানালেন, দল বদলেছে কিন্তু শোভন চট্টোপাধ্যায় বদলায়নি৷ যদি দল মনে করে তাঁকে নির্বাচনে দাঁড়াতে হবে, তবে তিনি প্রস্তুত৷ এবং তিনি জিতবেনও৷
[ আরও পড়ুন: সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম নেই, বিজেপির উপর অসন্তুষ্ট হয়েও মঞ্চে হাজির বৈশাখী ]
গত সপ্তাহে দিল্লির সদর দপ্তরে যোগদানের পর মঙ্গলবার রাজ্য বিজেপির দপ্তরে আসেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ উত্তরীয়, পুষ্পস্তবক দিয়ে দু’জনকে স্বাগত জানান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়৷ তাঁকে প্রশ্ন করা হয়, ‘‘বিজেপি চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন?’’ আর এই প্রশ্নের উত্তরেই বিস্ফোরক মন্তব্য করেন শোভনবাবু৷ আত্মবিশ্বাসের সঙ্গে সাফ জানান, ‘‘৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড বা ৪৮ ডিগ্রি সেন্টিগ্রেডেও দল যখন বলত ডোরিনা ক্রসিংয়ে দাঁড়াতে, দলের প্রয়োজনে আমি দাঁড়িয়ে যেতাম৷ আজ দল বদলেছে, কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের কোনও পরিবর্তন হয়নি৷ তাই বিজেপি যদি আমাকে নির্বাচনে লড়তে বলে, যেদিন-যখন-যেখানে লড়তে বলবে, আমি তার জন্য প্রস্তুত৷ এবং আমি অবশ্যই জিতব, এটাও বলছি৷’’
[ আরও পড়ুন: আরজি কর হাসপাতাল থেকে পলাতক, ১০ ঘণ্টা পর ফের বন্দিকে ধরল পুলিশ ]
বিজেপিতে যোগ দেওয়ার পর কলকাতা কর্পোরেশনেও কি স্বমহিমায় দেখা যাবে তাঁকে? বুধবার থেকে কলকাতা কর্পোরেশনের যে অধিবেশন শুরু হবে সেখানেও কি দেখা যাবে তাঁকে? এই প্রশ্নের স্পষ্ট উত্তর অবশ্য দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের নির্ভরযোগ্য সেনাপতি৷ বলেন, ‘‘গত ২০ নভেম্বরের পর থেকে মেয়র নির্বাচনে শুধু ভোট দেওয়া ছাড়া আমাকে কি দেখা গিয়েছে, তখনও যা করেছি, এখনও তাই করব৷’’ অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের মেয়র পদপ্রার্থী হওয়া নিয়েও ধন্দ বজায় রেখেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ জানান, ‘‘আদৌ নির্বাচন হবে কিনা সেই বিষয়টি একমাত্র ভগবান জানেন আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন৷ আর শোভনদার নিঃসন্দেহে সেই যোগ্যতাআছে৷’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.