সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমাগত চাপে কিছুটা পিছু হটেছে CESC। সংস্থার তরফে জানানো হয়েছে, গত দু’মাসের বকেয়া বিদ্যুতের ইউনিটের টাকা আপাতত মেটাতে হবে না উপভোক্তাদের। বদলে শুধুমাত্র জুন মাসে ব্যবহার করা বিদ্যুতের বিল মেটালেই চলবে। CESC’র এই ঘোষণার পরই বিদ্যুৎমন্ত্রী টুইটে বললেন, ক্ষোভ-আন্দোলন ও রাজ্যের কড়া অবস্থানের কারণেই নতিস্বীকার করতে বাধ্য হয়েছে ওই বিদ্যুৎ সংস্থা।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। জুলাই মাসে CESC’র পাঠানো বিল দেখে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তদের। কারও বিল এসেছিল ১০ হাজার তো কারও ২০ হাজার। কিন্তু লকডাউনে এই বিদ্যুতের বিলের বহর দেখে মাথায় হাত পড়েছিল কলকাতা ও তৎ সংলগ্ন এলাকার আমজনতার। এই বিভ্রাট থেকে রেহাই পাননি খোদ বিদ্যুৎমন্ত্রীও। এ নিয়ে তিনি কথা বলেছিলেন CESC’র আধিকারিকদের সঙ্গে। সেই সময় ওই সংস্থার তরফে জানানো হয়েছিল, করোনা সংক্রমণের জেরে মার্চ থেকে লকডাউন (Lockdown) জারি করা হয়। তার ফলে বেশ কয়েকমাস বন্ধ ছিল মিটার রিডিং নেওয়া। এপ্রিল ও মে মাসে বাৎসরিক গড় বিদ্যুৎ ব্যবহারের নিরিখে বিল পাঠানো হয়েছে। কিন্তু এত বিল কীভাবে মেটাবেন তা ভেবেই মাথায় আকাশ ভেঙে পড়েছিল সাধারণ মানুষের। ফলে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ শামিল হয়েছিল বিক্ষোভে।
লাগাতার বিক্ষোভে রবিবার পিছু হটতে বাধ্য হয় CESC। জানানো হয়, গত দু’মাসের বকেয়া বিদ্যুতের ইউনিটের টাকা আপাতত মেটাতে হবে না তাঁদের। এরপরই শোভনদেব চট্টোপাধ্যায় টুইটে বলেন, “আমি CESC’র উপর চাপ সৃষ্টি করি। ওদের কোনও যুক্তিতেই আমি খুশি হইনি। মিটিংও ডেকেছিলাম। রাজ্য ও রাজ্যবাসীর চাপের কাছে নতিস্বীকার করল CESC। যা নিশ্চিতভাবে এটা মানুষের পক্ষে আনন্দায়ক খবর।”
Under the leadership of Hon’ble CM Mamata Banerjee @MamataOfficial ,we work for citizen welfare as our utmost priority. We all welcome the decision of CESC LTD. @CESCLimited & hope they will continue to support all of us in the future. pic.twitter.com/qAc2WXGiVU
— MLA Sobhandeb Chattopadhyay (@SobhandebChatt1) July 19, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.