বুদ্ধদেব সেনগুপ্ত: মন্ত্রিত্বের টোপ দিয়ে তৃণমূলের তরফে প্রশান্ত কিশোর (Prashant Kishor) নিজের মুখে তাঁকে ওই দলে যোগদানের প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ আনলেন বাম বিধায়ক ইমরান আলি রামজ (ভিক্টর)। তাঁর দাবি, সম্প্রতি বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে ইমরানের সঙ্গে প্রশান্ত কিশোর দেখা করে এই প্রস্তাব দেন। ওই কথাবার্তার সম্পূর্ণ রেকর্ডও তাঁর কাছে আছে বলে দাবি চাকুলিয়ার বিধায়কের। বাম নেতৃত্ব কিছুদিন ধরে অবশ্য এমন দাবি করছে।
বামেদের দাবি বা অভিযোগ, প্রশান্ত কিশোর বা তাঁর বাছাই করা সেনাপতিরা প্রতিদিনই কোনও না কোনও বর্তমান বা প্রাক্তন বাম বিধায়ক কি সাংসদকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিচ্ছেন। প্রস্তাবে থাকছে অর্থের টোপ। সঙ্গে লোভনীয় পদের প্রস্তাব। এমনকী, জনপ্রতিনিধি করার টোপ থাকছে। এবার সেই তালিকায় উঠে এল চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রামজের নাম। যদিও আলি ইমরান রামজের আনা এই অভিযোগকে ‘ফেক’ বলে উড়িয়ে দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর কথায়, গোটাটাই ‘বানানো গল্প’। তাঁর টিমের তরফে জানানো হয়েছে, ভিক্টরের (Victor) দাবি মিথ্যে। তিনি নিজেই যোগাযোগ করে তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন। সঙ্গে দাবি করেছিলেন মন্ত্রিত্ব। এ বিষয়ে কথা বলতে নিজেই কলকাতায় এসেছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী। সেই দাবি না মানায় মিথ্যার আশ্রয় নিয়েছেন।
ইমরানের দাবি, বেশ কিছুদিন ধরে তাঁর ফোনে প্রশান্ত কিশোরের নাম করে ফোন আসা শুরু হয়েছিল। ওপ্রান্ত থেকে বলা হচ্ছিল, ভোটকুশলী নিজেই একবার তাঁর সঙ্গে বসতে চান। একদিন তিনি স্ত্রীকে নিয়ে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে নৈশভোজ করতে যান। খাওয়ার টেবিলেই প্রশান্ত কিশোরের ফোন আসে। তখনই বিধায়কের সঙ্গে দেখা করে বৈঠকে বসতে চান। বিধায়ক সম্মতি জানালে হোটেলে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি হাজির হন বলে দাবি বাম বিধায়কের। বিধায়কের দাবি, সেখানেই তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিনিময়ে তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রশান্ত কিশোর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.