Advertisement
Advertisement
Mithun Chakrabarty

শহরে শাহ-নাড্ডা, তবু কোর কমিটির বৈঠকে নেই ‘জাত গোখরো’ মিঠুন

লোকসভা ভোটের রূপরেখা নিয়ে আলোচনায় বসছে বঙ্গ বিজেপির কোর কমিটি। অথচ সেই কমিটির সদস্য মিঠুন চক্রবর্তীর দেখা নেই। এই প্রথমবার অবশ্য নয়, সম্প্রতি বঙ্গ বিজেপির কোর কমিটির একাধিক বৈঠকেই তাঁর টিকিটিও দেখা যায়নি।

Mithun Chakraborty skips Amit Shah's Bengal meet | Sangbad Pratidin

কোর কমিটির বৈঠকে নেই মিঠুন চক্রবর্তী। ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:December 26, 2023 1:08 pm
  • Updated:December 26, 2023 2:41 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শহরে শাহ-নাড্ডা। লোকসভা ভোটের রূপরেখা নিয়ে আলোচনায় বসছে বঙ্গ বিজেপির (BJP) কোর কমিটি। অথচ সেই কমিটির সদস্য মিঠুন চক্রবর্তীর দেখা নেই। এই প্রথমবার অবশ্য নয়, সম্প্রতি বঙ্গ বিজেপির কোর কমিটির একাধিক বৈঠকেই তাঁর টিকিটিও দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে মিঠুন ও বিজেপির সম্পর্ক নিয়ে।

একুশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচার করতে মাঠে নেমেছিলেন ‘বাঙালিবাবু’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakrabarty)। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জ্বালাময়ী’ বক্তব্য রেখেছিলেন তিনি। সিনেমার সংলাপ ধার করে বলেছিলেন, “আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি।” তাঁর একাধিক ‘হিট’ সিনেমার সংলাপ আওড়ে জনতাকে চাঙ্গা করেছিলেন। সেবার গ্রামেগঞ্জে ঘুরেও প্রচার করেছিলেন। তবে বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পরই রাজনীতি থেকে কার্যত গায়েব হয়ে যান মিঠুন। আবার পঞ্চায়েত ভোটের আগে আচমকাই বঙ্গ রাজনীতিতে ভেসে ওঠেন ‘জাত গোখরো’।

Advertisement

[আরও পড়ুন: পাক নির্বাচনে মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ! মৌলবাদীদের দখলে যাবে ইসলামাবাদ?]

সাংবাদিক বৈঠক থেকে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা, বেশ সক্রিয় হতে দেখা যায় তাঁকে। দাবি করেন, তৃণমূলের বহু বিধায়ক নাকি তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কিন্তু সেই ‘ফাঁকা’ আওয়াজই সার। কাজের কাজ কিছু হয়নি। পরে ধীরে ধীরে রাজনীতি থেকে ফের সরে যান বলিউডের ডিসকো ডান্সার। এর মধ্যে অবশ্য বিজেপির কোর কমিটির সদস্য করে নেওয়া হয়েছিল তাঁকে। খাতায় কলমে সদস্য় হলেও আর দেখা যায়নি সক্রিয় রাজনীতিতে। একের পর এক বৈঠক হলেও মিঠুন চক্রবর্তীকে দেখা যায়নি তাতে। 

লোকসভা ভোটের আগে মঙ্গলবার নিউটাউনের পাঁচতারা হোটেলে বৈঠকে বসছেন অমিত শাহ-জেপি নাড্ডা। রয়েছেন অমিত মালব্য, আশা লাকড়িদের মতো ১৬ নেতানেত্রী। রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। অথচ দেখা নেই মিঠুনের। সূত্র বলছে, পারিবারিক সফরে আপাতত নিউ জার্সিতে রয়েছেন ‘কাবুলিওয়ালা’। মাস খানেক আগেই নাকি আমেরিকায় পাড়ি দিয়েছেন তিনি।  

বিজেপি সূত্রে খবর, লোকসভা ভোটের আগে সোশাল মিডিয়ায় ঝড় তুলতে চাইছে বিজেপি। কোর কমিটির বৈঠকে তা নিয়ে আলোচনা হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমূলক কর্মসূচি তৃণমূলস্তরে পৌঁছে দিতে চায় গেরুয়ী শিবির। তার জন্য হাতিয়ার হতে পারে সোশ্যাল মিডিয়া। কীভাবে সেই কাজ হবে, তা এদিন আলোচনা হতে পারে। আর তা বাস্তবায়নের গুরুভার পড়তে পারে অমিত মালব্যর উপর। এদিনের বৈঠকে সে কথাই তাঁকে বোঝানো হতে পারে। 

[আরও পড়ুন: হামাসের সুড়ঙ্গ থেকে উদ্ধার ৫ পণবন্দির দেহ! প্রকাশ্যে ভয়াবহ ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement