অর্ণব আইচ: ছেলেটি শুধু ‘হেমলাই’ নামটি বলতে পেরেছিল। সেই নামের সূত্র ধরেই অসমের বাসিন্দা মূক ও বধির এক যুবককে বাড়িতে ফিরিয়ে দিল সিঁথি থানার পুলিশ। পুলিশের সাহায্যে বাবা খুঁজে পেলেন ছেলেকে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার সন্ধ্যায়। পুলিশ জানিয়েছে, সেদিন সিঁথির রামলীলা বাগান এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন এক যুবক। সন্দেহ হওয়ার তাঁকে আটক করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। কিন্তু আটক করার পর বোঝা যায়, ওই যুবক মূক ও বধির। ওই যুবকের পরিচয় ও ঠিকানা জানার জন্য বিশেষজ্ঞদের সাহায্য নেয় সিঁথি থানার পুলিশ। বিশেষজ্ঞদের মারফৎ ওই যুবক জানিয়েছিলেন, তাঁর নাম রেবোকান্ত নায়েক, বাড়ি অসমের হেমলাই এলাকায়। সেই সূত্র ধরেই ওই যুবকের বাড়ির লোকেদের সন্ধানে নামে পুলিশ। ফেসবুকে ছবিও পোস্ট করা হয়। সোশ্যাল মিডিয়ার সাহায্যেই অসম পুলিশের সঙ্গে যোগাযোগ করে সিঁথি থানার পুলিশ। এদিকে রেবোকান্তকে ভরতি করা হয় শহরের একটি হাসপাতালে। তদন্তকারীরা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে সিঁথি থানায় যোগাযোগ করেন রেবোকান্তের এক বন্ধু। তিনি জানান, গত ১৯ জুন থেকে নিখোঁজ অসমের ওই যুবক। ছেলের খোঁজ পেয়ে রবিবার কলকাতায় চলে আসেন বেরোকান্তের বাবা। মুখোমুখি হয়ে একে অপরে চিনতে পারেন বাবা ও ছেলে।
রবিবার সিঁথি থানায় ওসি সৈকত নিয়োগীর সামনে নিয়মমাফিক ছেলেকে শনাক্ত করেন বেরোকান্তের বাবা মঙ্গলু নায়েক। এরপরই সবদিক খতিয়ে দেখে ছেলেকে বাবার হাতে তুলে দেয় পুলিশ। দু’জনকেই অসম উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.