Advertisement
Advertisement

রাতের কলকাতায় ফের শুটআউট, লক্ষ্য যুব তৃণমূল নেতা?

জখম এক মহিলা৷

Miscreant fired targetting TMC Youth leader

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2018 9:19 am
  • Updated:July 8, 2018 9:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে ফের দুষ্কৃতী তাণ্ডব খাস দক্ষিণ শহরতলীতে৷ গড়িয়ায় যুব তৃণমূল নেতার বাড়ির সামনে চলল গুলি৷ গুরুতর জখম মৌসুমি শীল নামের এক মহিলা৷ তাঁর বাঁ হাতে লাগে গুলি৷ নিজের স্বামীর জন্য অপেক্ষা করছিলেন তিনি৷ ঠিক তখনই দুষ্কৃতীদের গুলিতে আহত হন ওই মহিলা৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

[মানুষের সমর্থন পেতে তৃণমূলকে নাটক করতে হয় না, মোদিকে কটাক্ষ অভিষেকের]

Advertisement

ওই নেতার পরিবারের ধারণা, দুষ্কৃতীদের আসল লক্ষ্য ছিল গড়িয়ার বাসিন্দা ওই যুব তৃণমূল নেতাই৷ শনিবার রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে বাড়ি থেকে বের হওয়ার কথা ছিল তাঁর৷ ফলে আগে থেকেই বাড়ির সামনে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা৷ তাদের পরিকল্পনা ছিল বাড়ি থেকে বেরোলেই ওই নেতাকে গুলি করা হবে৷ তা হয়তো ঘটেও যেত৷ কেবল, ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যদি না ওই মহিলাকে আঘাত করত৷

[কিশোরকে মারধর ছেলের, পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার আরজি কাউন্সিলরের]

জানা গিয়েছে, ওই যুব নেতা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পা রাখার সঙ্গে সঙ্গেই বাইকে করে আসে দুষ্কৃতীরা, চালায় গুলি৷ কিন্তু ভাগ্যের ফেরে প্রাণে বেঁচে যান ওই নেতা৷ গুরুতর জখম হন বাড়ির সামনে অপেক্ষারত ওই মহিলা৷ লুটিয়ে পড়েন রাস্তার উপর৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা গিয়েছে৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জখম মহিলা ও যুব তৃণমূল নেতাকেও৷ ঘটনার সঙ্গে কোনও ব্যক্তিগত শত্রুতা রয়েছে নাকি কোনও রাজনৈতিক যোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ৷ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন৷ স্থানীয়রা বলছেন, একজন নেতাই নিরাপদ নন এই শহরে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তা বোঝাই যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement