Advertisement
Advertisement

Breaking News

গভীর রাতে নাবালিকাকে অপহরণ করে শ্লীলতাহানি ওলা চালকের

প্রশ্ন উঠছে রাজারহাট এলাকায় নিরাপত্তা নিয়েও৷

Minor girl allegedly kidnapped by Ola driver
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 18, 2016 5:43 pm
  • Updated:December 18, 2016 5:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ৷ ফের কাঠগড়ায় ওলা চালক৷ শনিবার গভীর রাতে রাজারহাট এলাকায় ঘটেছে এই ঘটনা৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার শ্লীলতাহানি ও অপহরণের অভিযোগ দায়ের হয়েছে রকি নামে এক ওলা-চালকের বিরুদ্ধে৷ অভিযোগ, শনিবার রাত দেড়টা নাগাদ ওই নাবালিকাকে অপহরণ করে রকি ও তার এক সঙ্গী৷ তারপর নিজের ওলা ক্যাবে তাকে তুলে নিয়ে বেশ কিছুক্ষণ রাজারহাট ও নিউটাউন এলাকায় চক্কর দেয়৷ আতঙ্কে জ্ঞান হারায় নাবালিকা৷ ভোরে নিজেকে চিনার পার্ক এলাকায় আবিষ্কার করে৷ সেখান থেকেই একজনের থেকে ফোন নিয়ে বাড়িতে ফোন করে সে৷ বাড়ির লোকেরা এসেই তাকে উদ্ধার করে এবং পরে পুলিশে অভিযোগ দায়ের করে৷

Advertisement

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রকি নামের ওই যুবক নাবালিকার পূর্ব পরিচিত৷ এক অনুষ্ঠানে দু’জনের আলাপ হয়৷ অভিযোগ, এর পর থেকেই সে উত্যক্ত করত নাবালিকাকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement