Advertisement
Advertisement

লেকটাউনে ধর্ষিতা নাবালিকা ভিক্ষুক

এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে লেকটাউন থানার পুলিশ৷

Minor footpath dweller brutally raped in Lake Town

ছবি - প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 9, 2017 3:23 pm
  • Updated:January 9, 2017 4:52 pm  

স্টাফ রিপোর্টার: ফের ধর্ষণের ঘটনার সাক্ষী হল রাতের শহর কলকাতা৷ পার্কসার্কাসের ছাড়া এবার পড়ল লেকটাউনে৷ ফুটপাতে শুয়ে থাকা কিশোরীকে উবেরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল দুষ্কৃতীরা৷ এবার লেকটাউনের রাস্তার এক ভিক্ষুক নাবালিকাকে ধর্ষণ করা হল৷ ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে লেকটাউন থানার পুলিশ৷

রবিবার গভীর রাতে লেকটাউন ফ্লাইওভারের তলায় শুয়ে থাকা এক নাবালিকাকে গাড়িতে তুলে ধর্ষণ করে তিন দুষ্কৃতী৷ পরে ওই এলাকাতেই তাকে ফেলে দিয়ে যায়৷ রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় ওই নাবালিকাকে৷ সোমবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের৷ তাঁরা ওই নাবালিকাকে হাসপাতালে নিয়ে যান৷ থানায় অভিযোগ দায়ের করা হয়৷ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বাকি দু’জন পলাতক৷ তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে৷

Advertisement

(তারস্বরে মিউজিক, রমরমিয়ে জলসা সরোবরে…সুভাষ দত্ত আপনি কোথায়?)

মাস দেড়েক আগে মাদার হাউসের কাছ থেকে প্রায় একইভাবে এক ভিক্ষুক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে তপসিয়ার খালে ফেলে দিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা৷ এবার নাবালিকাকে প্রাণে মারেনি দুষ্কৃতীরা৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা ভিক্ষুক লেকটাউন ফ্লাইওভারের নিচেই থাকত৷ সেখানে কখনও কখনও দেখা যেত তার মা-কেও৷ ওই এলাকাতেই বসে ভিক্ষা করত সে৷ রবিবার রাতে যখন ঘুমোচ্ছিল ওই নাবালিকা সেই সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ৷ মেয়েকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন৷ খবর দেওয়া হয় এলাকার স্থানীয় বাসিন্দাদেরও৷ মাঝরাতে ফ্লাইওভারের কাছে ওই নাবালিকাকে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা৷ সোমবার ভোরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে৷ নাবালিকাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা করছে৷

(এবার কলকাতায় বাসে চড়ুন মাত্র ১ টাকায়)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement