Advertisement
Advertisement

বাড়ির ভিতরেই ধর্ষণ করে খুন মাধ্যমিক পরীক্ষার্থীকে

এবার কি তাহলে ঘরও নিরাপদ নয়?

Minor brutally raped, murdered in Sonarpur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 7:03 am
  • Updated:February 6, 2017 7:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির ভিতরেই মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল সোনারপুরে৷ সোমবার সোনারপুরের লেনিননগরে উদ্ধার হয় কিশোরীর রক্তাক্ত দেহ৷ খুন ও ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে স্থানীয় এক যুবককে৷

রাজধানীতে পুলিশ-সমাজবিরোধী সংঘর্ষ, গ্রেপ্তার ১

Advertisement

জানা গিয়েছে, সামনে পরীক্ষা বলে ক’দিন ধরে আলাদা বেড়ার ঘরে শুতো ওই কিশোরী৷ গভীর রাত পর্যন্ত জেগে পড়াশুনো করত সে৷ ভোররাতে দিদিমা উঠে তাঁর খোঁজ নিতে যান৷ তিনি দেখতে পান বেড়ার একাংশ ভাঙা৷ সেখান থেকে ভিতরে ঢুকে দেখেন পড়ে রয়েছে কিশোরীর রক্তাক্ত দেহ৷ তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে পুলিশ সূত্রে খবর৷ স্থানীয় বাসিন্দা ও কিশোরীর সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তাপস নামে স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ওই কিশোরীর৷ কিশোরীর ঘর থেকে ওই যুবকের ছবিও  পাওয়া গিয়েছে৷

সাম্বায় যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব দিচ্ছেন জওয়ানরাও

আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এক না একাধিক দুষ্কৃতী এই কাজে যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ পরিবার ও স্থানীয় বাসিন্দাদেরও বয়ান নেওয়া হবে বলে জানা গিয়েছে৷

এবার আন্দামানে চালু হচ্ছে রেল পরিষেবা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement