Advertisement
Advertisement
মেটিয়াবুরুজ

ফুটবল খেলতে গিয়ে তড়িদাহত কিশোর, পথ অবরোধ মেটিয়াবুরুজে

মৃতের নাম মহম্মদ দিশান।

Minor boy died for electrified near Metiabruz police station in Kolkata

ছবি: প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:August 8, 2019 9:44 pm
  • Updated:August 8, 2019 10:04 pm  

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: ফুটবল খেলতে গিয়ে পা জড়িয়ে ছিল বিদ্যুতের তার। এর ফলে মর্মান্তিকভাবে মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরের। মৃতের নাম মহম্মদ দিশান। তার বাড়ি কলকাতার মেটিয়াবুরুজ থানা সংলগ্ন এলাকায়।

[আরও পড়ুন: সারদা কাণ্ডে জেরা করতে শতাব্দীকে তলব, ইডি’র দপ্তরে হাজিরা সাংসদের]

এদিকে এই ঘটনার পরেই উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় জনতা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি মেটিয়াবুরুজ থানার সামনে রাস্তা অবরোধ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি (বন্দর) ওয়াকার রাজা ও মেটিয়াবুরুজ থানার ওসি রবীন বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। সবার চেষ্টায় রাত ৯ টার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ১৪ বছরের ওই কিশোর দিশান মেটিয়াবুরুজ থানা সংলগ্ন এলাকাতেই থাকত। ক্লাস নাইনে পড়াশোনা করার পাশাপাশি বাবার দরজি দোকানে কাজ করত। বৃহস্পতিবার বিকেলে থানার পাশে থাকা একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল সে। খেলতে খেলতে বল চলে যায় মাঠের পাশে থাকা একটি মাজারে। দৌড়ে গিয়ে ওখানে থেকে বলটি কুড়োতে যায় দিশান। অন্যমনস্ক থাকায় ঘটনাস্থলে পড়ে থাকা ইলেকট্রিকের তারে চোখে পড়েনি। আর সেটিই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। আচমকা সেটি পায়ে জড়িয়ে মুখ থুবড়ে পড়ে যায় সে। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার।

[আরও পড়ুন: বনগাঁয় ‘ঘর ওয়াপসি’, বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন আরও ৪ জন কাউন্সিলর]

মৃত্যুর খবর পৌঁছতেই নিমিষে উত্তেজনা ছড়ায় মেটিয়াবুরুজ থানা সংলগ্ন অঞ্চলে। দফায় দফায় হওয়া গন্ডগোলে উত্তপ্ত হয় গোটা এলাকা। শুরু হয় পথ অবরোধও। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ডিসি বন্দর ওয়াকার রাজা এবং মেটিয়াবরুজ থানার ওসি রবীন বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে বিশাল পুলিশ বাহিনীও ছিল। তাঁদের বহুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement