Advertisement
Advertisement

Breaking News

Governor of West Bengal

‘মন্ত্রীর গ্রেপ্তারি বেদনাদায়ক’, পার্থর প্রসঙ্গ তুলে অধ্যাপক নিয়োগে স্বচ্ছতার বার্তা রাজ্যপালের

সাংবিধানিক প্রধানকে পালটা জবাব তৃণমূলের।

'Minister's arrest is painful', Governor of West Bengal's message for transparency in professor recruitment । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 31, 2023 7:47 pm
  • Updated:July 31, 2023 8:06 pm  

বিধান নস্কর, সল্টলেক: শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে ফের সরব রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রসঙ্গ উল্লেখ করে উপাচার্য নিয়োগে স্বচ্ছতা বজায়ের বার্তা দিলেন তিনি। সাংবিধানিক প্রধানকে পালটা জবাব তৃণমূলের।

গত মাসেই ১৭টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। সেই সিদ্ধান্তের প্রতিবাদে হাই কোর্টের দ্বারস্থ হয় শিক্ষাদপ্তর। তবে রাজ্যপালের সিদ্ধান্ততেই সিলমোহর দেয় কলকাতা হাই কোর্ট। সোমবার সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সি ভি আনন্দ বোস।

Advertisement

[আরও পড়ুন: দিঘায় বিষাক্ত ‘ইয়েলো বেলি’ সাপ! কামড়ালে শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত, কাজ করে না অ্যান্টি ভেনাম]

শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন রাজ্যপাল। অধ্যাপক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার কথা বলতে গিয়ে বছরখানেক ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে তোলেন তিনি। বলেন, “বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগে দুর্নীতি বরদাস্ত নয়।” মন্ত্রীর গ্রেপ্তারি অত্যন্ত বেদনাদায়ক বলেও দাবি করেন তিনি। রাজ্যপালকে পালটা জবাব দিয়েছে রাজ্যের শাসকদল। রাজ্যের শিক্ষা সংক্রান্ত যেকোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষামন্ত্রী-সহ সংশ্লিষ্ট বিভাগের প্রশাসনিক আধিকারিকরা যে রয়েছেন, তা মনে করিয়ে দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, মৎস্যজীবীদের উপকূলে যেতে নিষেধাজ্ঞা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement