Advertisement
Advertisement

Breaking News

Arup Roy

আচমকাই অসুস্থ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, ভরতি হাসপাতালে

আপাতত কেমন তাঁর শারীরিক অবস্থা?

Minister of West Bengal Arup Roy suddenly fell ill, admitted to Woodlands hospital |SangbadPratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 24, 2021 12:02 pm
  • Updated:January 24, 2021 12:51 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: অসুস্থ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে তিনি কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভরতি। জানা গিয়েছে, রবিবার সকালে ঘুম থেকে ওঠার পর অসুস্থ বোধ করেন অরূপ রায়। চিকিৎসকরা তাঁকে প্রাথমিক পরীক্ষা করার পর হাসপাতালে ভরতি করার পরামর্শ দেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে রাজ্যের মন্ত্রী তথা হাওড়া টাউনের তৃণমূল সভাপতির শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

পরিবার সূত্রে খবর, ষাটোর্ধ্ব অরূপ রায়ের হাইপারটেনশন ও ডায়াবেটিস রয়েছে। তাই তাঁকে প্রতিনিয়তই সাবধানে থাকতে হয়। তবে সম্প্রতি প্রশাসনিক ও দলীয় কাজের বেশ চাপ রয়েছে তাঁর উপর। সেসবের জেরেই হয়ত আচমকা অসুস্থ হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে। রবিবার সকালে উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। শুরু হয় একাধিক পরীক্ষা। কোভিড পরিস্থিতিতে  অসুস্থ হওয়ায় বাধ্যতামূলকভাবে তাঁরও করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: তিনদিন বাস ধর্মঘটে চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা, রফাসূত্র খুঁজতে বাস সংগঠন-মুখ্যসচিব বৈঠক]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement