Advertisement
Advertisement

Breaking News

বিধানসভায় দাঁড়িয়ে ভুল তথ্য! বিজেপি বিধায়কের বিরুদ্ধে তদন্ত চান রাজ্যের মন্ত্রী

দাবির স্বপক্ষে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার।

Minister Arup Biswas seeks action against BJP's Ashoke Dinda over misinformation | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 2, 2023 6:07 pm
  • Updated:August 2, 2023 6:07 pm  

সন্দীপ চক্রবর্তী: বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। কেন্দ্রের অনুদান সংক্রান্ত মিথ্যা তথ্য় দেওয়ার অভিযোগ উঠেছে বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি দাবির স্বপক্ষে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

জলপাইগুড়িতে বিশাল বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন তৈরি করেছে রাজ্য় সরকার। স্টেডিয়ামটির উন্নয়নের দায়িত্ব ছিল কেন্দ্র সরকারের অধীনস্থ SAI। কিন্তু তারা কোনও কাজ করেনি বলে দাবি রাজ্য সরকারের। এদিন বিধানসভায় এক প্রশ্নের জবাবে বিজেপি বিধায়ক অশোক দিন্দা দাবি করেন, “উন্নয়নের কাজ আপনারা না করতে পারলে ছেড়ে দিন। আমরা করে নেব।”

Advertisement

[আরও পড়ুন: অনুমোদনহীন মাদ্রাসার রেজিস্ট্রেশনে উদ্যোগী রাজ্য, সরকারি পরিষেবার আওতায় আসবে পড়ুয়ারা]

পালটা বিজেপি বিধায়ক দাবি করেন, কেন্দ্র ২০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। ১৬টি রাজ্য টাকা পেয়েছে। এর মধ্যে বিরোধীশাসিত রাজ্যও রয়েছে। কিন্তু স্টেডিয়াম করতে হত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। তাতেই রাজ্যের আপত্তি রয়েছে। টাকা নেয়নি।

এই তথ্য সম্পূর্ণ বিভ্রান্তকর বলে দাবি তৃণমূলের। বিধানসভায় দাঁড়িয়ে অসত্য তথ্য দেওয়ার অভিযোগে অশোক দিন্দার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তথ্য ছাড়া কোনও দাবি করা উচিত না। বিধায়কের দাবির স্বপক্ষে তথ্য জমা করার নির্দেশ দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: রাজ্যের ঋণের পরিমাণ ৭ লক্ষ কোটি? ‘মিথ্যাচার’ উড়িয়ে সঠিক তথ্য দিলেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement