সন্দীপ চক্রবর্তী: বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। কেন্দ্রের অনুদান সংক্রান্ত মিথ্যা তথ্য় দেওয়ার অভিযোগ উঠেছে বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি দাবির স্বপক্ষে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
জলপাইগুড়িতে বিশাল বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন তৈরি করেছে রাজ্য় সরকার। স্টেডিয়ামটির উন্নয়নের দায়িত্ব ছিল কেন্দ্র সরকারের অধীনস্থ SAI। কিন্তু তারা কোনও কাজ করেনি বলে দাবি রাজ্য সরকারের। এদিন বিধানসভায় এক প্রশ্নের জবাবে বিজেপি বিধায়ক অশোক দিন্দা দাবি করেন, “উন্নয়নের কাজ আপনারা না করতে পারলে ছেড়ে দিন। আমরা করে নেব।”
এই তথ্য সম্পূর্ণ বিভ্রান্তকর বলে দাবি তৃণমূলের। বিধানসভায় দাঁড়িয়ে অসত্য তথ্য দেওয়ার অভিযোগে অশোক দিন্দার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তথ্য ছাড়া কোনও দাবি করা উচিত না। বিধায়কের দাবির স্বপক্ষে তথ্য জমা করার নির্দেশ দিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.