Advertisement
Advertisement
Amit shah

রবীন্দ্রজয়ন্তীর আবহে রাজনৈতিক সভায় যোগ দেবে বাঙালি? বাংলায় শাহের সভা ঘিরে অনিশ্চয়তা

কী জানাচ্ছে বঙ্গ বিজেপি?

Minister Amit shah may cancel murshidabad tour | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 3, 2023 1:39 pm
  • Updated:May 3, 2023 1:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্র জয়ন্তীর ঠিক আগেরদিন ২ দিনের সফরে বাংলায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। একটি সভা করার পাশাপাশি রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সেই সফর ঘিরে অনিশ্চয়তা। রবীন্দ্রজয়ন্তীর আগের দিন আদৌ রাজনৈতিক সভায় আগ্রহ থাকবে আমজনতার? এই প্রশ্নেই দ্বিধাবিভক্ত বিজেপি। ফলে আদৌ শাহ পূর্বনির্ধারিত দিনে আসবেন কি না। এলেও রাজনৈতিক সভা করবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বিষয়টা ঠিক কী? লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পয়লা বৈশাখে বাংলা সফরে এসেছিলেন অমিত শাহ। ৮ মে অর্থাৎ রবীন্দ্রজয়ন্তীর ঠিক আগের দিন বাংলায় আসার কথা ছিল তাঁর। যেতেন মুর্শিদাবাদ। প্রথমদিন জনসভা করার কথা ছিল সেখানে। দ্বিতীয় দিন সাংগঠনিক বৈঠক করার কথা ছিল তাঁর। বিজেপি অনুপ্রাণিত খোলা হাওয়া সংস্থার অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল শাহের। কিন্তু রবীন্দ্রজয়ন্তী মানেই বাংলার কাছে অন্যরকম আবেগ। ২৫ বৈশাখের আগেই রাজ্যে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। বিভিন্ন জায়গায় ছোট ছোট করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলে ওই সময় রাজনৈতিক জনসভায় কেউ আসবেন কি না, তা নিয়ে সন্দিহান বিজেপিরই একাংশ।

Advertisement

[আরও পড়ুন: নেতা খুনের প্রতিবাদে বিজেপির বন্‌ধে ময়নায় বিক্ষিপ্ত অশান্তি, রাস্তায় আটকে জ্বালানো হল টায়ার]

ফলে অমিত শাহের সফর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শোনা যাচ্ছে, দু’দিনের সফর বাতিল করে একদিনের জন্য বাংলায় আসতে পারেন তিনি। সেক্ষেত্রে শুধুমাত্র বাংলায় রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। কোনও রাজনৈতিক সভা করবেন না। আবার শাহের সফর পুরোপুরি বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এ বিষয়ে এখনও রাজ্য বিজেপির তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

[আরও পড়ুন: ষষ্ঠদফার দুয়ারে সরকারে পরিষেবা পেলেন আধ কোটি মানুষ, রেকর্ড গড়ল লক্ষ্মীর ভাণ্ডারও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement