Advertisement
Advertisement

Breaking News

Minakshi Mukherjee

ফিরহাদকে নিয়ে কুরুচিকর পোস্ট! তৃণমূলের আক্রমণের পালটা মীনাক্ষীর দাবি, ‘অবগত নই’

এনিয়ে মীনাক্ষীকে আইনি পথে হাঁটার পরামর্শ নওশাদের, পাশাপাশি তৃণমূলকেও একহাত নিলেন আইএসএফ বিধায়ক।

Minakshi Mukherjee's post on Firhad Hakim sparks controversy, she claims to be ignorant about it
Published by: Sucheta Sengupta
  • Posted:October 26, 2024 4:07 pm
  • Updated:October 26, 2024 4:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বঙ্গের উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে বয়ে গিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’। তা সামলাতে নবান্ন, কলকাতা পুরসভা, বিদ্যুৎ ভবনে রাতভর জেগে ছিলেন প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা। একদিকে যেমন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারারাত জাগেন, তেমন পুরসভাতেও জেগে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু পরদিন তাঁকে নিয়ে কুরুচিকর পোস্ট দেখা গেল সিপিএম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সোশাল মিডিয়া প্রোফাইলে। তা নিয়ে তৃণমূল আক্রমণ শানাতেই মীনাক্ষীর সাফাই, তাঁর নামে অন্য কেউ বা কারা একাধিক প্রোফাইল চালাচ্ছেন। সেখান থেকে যা পোস্ট হচ্ছে, সে সম্পর্ক তিনি অবগত নন, তার দায়ও তাঁর নয়।

ঠিক কী পোস্ট হয়েছিল মীনাক্ষীর ফেসবুক প্রোফাইল থেকে? মূলত ফিরহাদের ছবি বিকৃত করা হয়েছে তাতে। ফেজ পরিহিত মেয়রের হাতে সুরার বোতল। ছবির নিচে লেখা – ‘৯০ এমএল ঝড় হয়ে গেল! কিছু বুঝতেই পারলাম না!’ এহেন পোস্ট নিঃসন্দেহে আপত্তিজনক, কুরুচিকর। তা নিয়ে সোশাল মিডিয়া পোস্টে তীব্র নিন্দা করেছেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। রীতিমতো ছিছিক্কার করে তাঁর বক্তব্য, ”ছিঃ মীনাক্ষী! তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সিপিএমের রাজনৈতিক শত্রু হতে পারেন। কিন্তু তার ছবি বিকৃত করতে গিয়ে দাড়ি, বোতল, মুসলিম সমাজ, মসজিদের ছবি এনে অসম্মান, কুরুচির এই প্রতিফলন ধিক্কারযোগ্য।”

Advertisement

এনিয়ে মীনাক্ষী নিজের ফেসবুক ও এক্স হ্যান্ডেলের ঠিকানা উল্লেখ করে জানিয়েছেন, ”এর বাইরেও আমার নাম ও ছবি ব্যবহার করা ফেসবুক ও টুইটার-সহ বিভিন্ন সোশাল অ্যাকাউন্ট থাকলেও থাকতেও পারে। এই সমস্ত অ্যাকাউন্ট যারা পরিচালনা করছেন বা পোস্ট করছেন, সেই প্রসঙ্গে আমার কোনও ভূমিকা নেই। বা কোনও ধরনের পোস্ট সম্পর্কে আমি অবগত নই।”

মীনাক্ষীর পাশে দাঁড়িয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ফেসবুক পোস্টে তাঁর পরামর্শ, মীনাক্ষী যেন বিষয়টি নিয়ে দ্রুত আইনের দ্বারস্থ হন। পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে নওশাদের বক্তব্য, মুসলমান সম্প্রদায়ের সহানুভূতির গোড়ায় সুড়সুড়ি দিয়ে লাভ নেই। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement