Advertisement
Advertisement

Breaking News

Minakshi Mukherjee

আস্থা নেই পক্ককেশে! সিপিএমের রাজ্য সম্মেলনের বক্তা তালিকায় প্রবীণ নেতাদের পরিবর্তে মীনাক্ষী

বক্তা তালিকায় প্রবীণ কোনও নেতাকে না রাখা নিয়েও পার্টির ভিতরে চর্চা চলছে।

Minakshi Mukherjee replaces senior leaders in CPM's state convention speaker list

DYFI সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র।

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 24, 2025 8:28 pm
  • Updated:February 24, 2025 8:28 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: মঙ্গলবার পার্টির রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশের বক্তা তালিকায় প্রবীণ নেতাদের পরিবর্তে তরুণ প্রজন্মের মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়কে রাখল সিপিএম। তাঁর পাশাপাশি আরেক মহিলা নেত্রী জনজাতি অংশের প্রতিনিধি দেবলীনা হেমব্রমও রয়েছেন তালিকায়। পক্ককেশ নেতাদের সামনে এনে কোনও লাভ হচ্ছে না বলে জনগণের কাছে প্রত্যাখ্যাত মুখগুলিকে আর সামনে রাখতে চাইছেন না মহম্মদ সেলিমরা।

মীনাক্ষীকে প্রচারের মুখ করেই যে বঙ্গ সিপিএম ঘুরে দাঁড়াতে চাইছে, সেটা রাজ‌্য সম্মেলনের প্রকাশ‌্য সমাবেশের বক্তা তালিকাতেই স্পষ্ট। আগামিকাল কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর প্রকাশ কারাত ও রাজ‌্য সম্পাদক সেলিমের পাশে মঞ্চে থাকবেন মীনাক্ষী। কারাত ও সেলিমের সবার শেষে বলার কথা। ডানকুনি ফুটবল মাঠে বক্তা তালিকায় প্রবীণ কোনও নেতাকে না রাখা নিয়েও পার্টির ভিতরে চর্চা চলছে। সোমবার রাজ‌্য সম্মেলনের ছিল তৃতীয় দিন। এদিন নয়া রাজ‌্য কমিটি কী হতে চলেছে তা নিয়ে কানাঘুষো ছিল সম্মেলনে। আগামিকাল প্রকাশ‌্য সমাবেশের আগেই নয়া রাজ‌্য কমিটি গঠন হয়ে যাবে। এখনও পর্যন্ত যা খবর, তরুণ ও নবীনের সমন্বয়েই তৈরি হবে কমিটি। তবে পক্ককেশ নয়, কালো চুলের কমরেডদের সংখ‌্যাই বেশি থাকবে রাজ‌্য কমিটিতে। কিন্তু তরুণ নেতাদের মধ্যে থেকে কলতান দাশগুপ্তকে রাজ‌্য কমিটিতে নিয়ে আসার ক্ষেত্রে দ্বিমত রয়েছে পার্টির মধ্যেই। আর জি কর নিয়ে বিতর্কে জড়িয়েছেন কলতান। কাজেই তাঁকে নিয়ে টানাপড়েন চলছে।

Advertisement

একাংশের কথায়, বিতর্ক থাকায় এই যুব নেতাকে এখনই পার্টির শীর্ষ কমিটিতে রাখা হলে প্রবল সমালোচনার মুখে পড়তে হতে পারে পার্টিকে। অন‌্যদিকে, নারীঘটিত কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি এখনও পার্টির রাজ‌্য কমিটির সদস‌্য। নয়া রাজ‌্য কমিটি থেকে সুশান্ত বাদ পড়তে চলেছেন বলে খবর। পশ্চিম মেদিনীপুর থেকে রাজ‌্য কমিটিতে ঢোকার কথা বিজয় পালের। আবার বাদ পড়তে পারেন অমিয় পাত্র, মৃণাল চক্রবর্তীর মতো প্রবীণরা।

উত্তরবঙ্গের দুই মুখ প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য ও জীবেশ সরকারকে এবার অব‌্যাহতি দেওয়ার কথা রয়েছে রাজ‌্য কমিটি থেকে। যদি এটা হয় তাহলে উত্তরবঙ্গ থেকে আগেই সাফ হয়ে যাওয়া সিপিএমে এবার কোনও পরিচিত মুখও থাকবে না। এসএফআইয়ের রাজ‌্য সম্পাদক দেবাঞ্জন দে-কে কমিটিতে নিয়ে আসা হচ্ছে বলে খবর। কমিটিতে ঢোকার সম্ভাবনা হুগলির নেতা আবদুল হাইয়ের। গত রাজ‌্য সম্মেলন থেকে ‘স্টার’-রা বাদ পড়েছিলেন। এবার সেরকম বড় মুখ কেউ বাদ পড়ার বিষয় নেই। মার্কস, এঙ্গেলস, চেগুয়েভারা নয়, সম্মেলন চত্ত্বরে বুকস্টল থেকে তিনদিনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য ও জ্যোতি বসুর বই। আবার সম্মেলন পর্ব চলাকালীন দলের এক প্রাক্তন সাংসদের বিরুদ্ধে সমাজমাধ‌্যমে পোস্ট করেছেন এক মহিলা। ওই প্রাক্তন সাংসদও সম্মেলনে আছেন। এটা নিয়েও কিছুটা ফিসফাস জারি ছিল। দলের প্রকাশ‌্য সমাবেশে মাঠ ভরানোর মূলত দায়িত্বে রয়েছে হুগলি ও হাওড়া জেলা সিপিএম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement