Advertisement
Advertisement
মিমি চক্রবর্তী, বিকাশরঞ্জন ভট্টাচার্য

দেবের পথেই মিমি, বিকাশের কটাক্ষের জবাবে সৌজন্যের সুর তারকা প্রার্থীর গলায়

জবাবে কী বললেন যাদবপুরের তৃণমূল প্রার্থী?

Mimi's composed response to Bikash Ranjan Bhattacharya's jibe
Published by: Sayani Sen
  • Posted:April 1, 2019 3:38 pm
  • Updated:April 17, 2019 4:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট যত এগোচ্ছে, রাজনীতির ময়দানে বাকযুদ্ধের ঝাঁজ ততই বাড়ছে৷ তবে ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটতে নারাজ তৃণমূলের তারকা প্রার্থীরা৷ দেবের পর এবার বিরোধী প্রার্থীর আক্রমণের জবাবে সৌজন্যই দেখালেন যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি

[ আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে ‘চোর’ কটাক্ষ, বিকাশরঞ্জন ভট্টাচার্যের মন্তব্য ঘিরে শুরু বিতর্ক]

ভোটের উত্তাপ বাড়ছে গোটা দেশে৷ বাড়ছে প্রচারের স্বার্থে মিটিং-মিছিলের ব্যস্ততা৷ যতই বাড়ছে প্রচারের ব্যস্ততা, ততই ঝাঁজ বাড়ছে বাকযুদ্ধের৷ রাজনীতিকদের  মধ্যে ব্যক্তিগত আক্রমণের প্রবণতা বাড়ছে৷ সেই তালিকায় নবতম সংযোজন সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ সপ্তদশ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে বামশিবিরের সৈনিক তিনি৷ দুঁদে রাজনীতিক রবিবার তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বোড়ালে ভোটপ্রচারে বেরিয়েছিলেন৷ আর সেখানেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শানিয়েছেন তিনি৷ মাইক হাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন ‘‘ওই ভদ্রমহিলা চোর। আপনাদের বারবার বলেছিলাম ওই ভদ্রমহিলাকে একদম বিশ্বাস করবেন না। তা সত্ত্বেও মানুষ প্রলোভনে পড়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছে। এরপর একে একে যা হয়েছে, তা রাজ্যের মানুষ দেখছেন।’’ তবে এখানেই যে থেমে গিয়েছেন বিরোধী দলের প্রার্থী, তা একেবারেই নয়৷ ব্যক্তিগত আক্রমণেই নিস্তার মেলেনি তৃণমূল সুপ্রিমোর৷ ফেব্রুয়ারিতে বামেদের ব্রিগেডে নেতাকর্মীদের ভিড় দেখে শাসকদলের ভীতি থেকে রাজীব কুমারের বিরুদ্ধে ওঠা সারদার নথি লোপাটের অভিযোগ – সব ইস্যুতেই  আক্রমণ শানিয়েছেন সিপিএম প্রার্থী৷ প্রতি ক্ষেত্রেই রাজ্যের শাসকদলের সমালোচনা করেছেন বর্ষীয়ান রাজনীতিক৷

Advertisement

[ আরও পড়ুন:  বারাবনিতে প্রচারে সাঁওতালি নৃত্যে কোমর দোলালেন মুনমুন সেন]

তবে বিকাশরঞ্জনের কটাক্ষ যতই ঝাঁজালো হোক না কেন, পালটা আক্রমণের রাস্তায় হাঁটতে নারাজ তৃণমূলের নেতা, মন্ত্রী কিংবা তারকা প্রার্থীরা৷ বিকাশরঞ্জনের প্রতিদ্বন্দ্বী তারকা প্রার্থী মিমিরও গলায় শোনা গেল সৌজন্যের সুর৷ তিনি বলেন, ‘‘বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য আমার থেকে বয়সে অনেক বড়৷ আমি এর জবাব দিয়ে কাউকে ছোট করতে চাই না৷ উনি বলেছেন, ওনার মনে হয়েছে, তাই৷’’ রাজনৈতিক যুদ্ধে যদিও ব্যক্তিগত আক্রমণ নাপসন্দ তারকা প্রার্থী দেবেরও৷ ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ যতই তাঁর সমালোচনা করুন না কেন, এ বিষয়ে স্পিকটি নট তৃণমূল প্রার্থী৷ আগামী ২৩ মে মানুষই  কুৎসার জবাব দেবেন বলেই দাবি ঘাসফুল শিবিরের৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement