Advertisement
Advertisement

Breaking News

Kolkata International Book Fair

বইমেলা উপলক্ষে বাড়তি পরিষেবা ইস্ট-ওয়েস্ট মেট্রোয়, জেনে নিন সময়সূচি

পরিষেবা শুরু কখন? শেষ মেট্রো মিলবে কটায়?

Metro to run special services on east-west corridor during 47th Kolkata International Book Fair | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 14, 2024 8:46 pm
  • Updated:January 14, 2024 8:46 pm  

নব্যেন্দু হাজরা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। চলতি সপ্তাহেই শুরু হচ্ছে কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। সেই উপলক্ষে যাত্রীদের কথা ভেবে একাধিক সিদ্ধান্ত নিল ইস্ট-ওয়েস্ট মেট্রো। মিলবে বাড়তি মেট্রো। রবিবারও মিলবে পরিষেবা।

আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা। শেষ হবে ৩১ তারিখ। সেই কথা মাথায় রেখেই মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার থেকে সোমবার থেকে শনিবার পর্যন্ত ১০৬ টির বদলে চলবে মোট ১২০টি মেট্রো। কমছে দুটি মেট্রোর মাঝের সময়ের ব্যবধানও।

Advertisement

[আরও পড়ুন: খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিশ, শব্দ তাণ্ডব থামাতে গিয়ে জুটল মার]

মেট্রো সূত্রের খবর, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা বেজে ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে সল্টলেকগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৩৫ মিনিটে। আর সল্টলেক থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৪০ মিনিটে। দুপুর ২টো ৫৫ মিনিট থেকে ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। জানা গিয়েছে, রবিবার পরিষেবা শুরু হবে ১২ টা বেজে ৫৫ মিনিটে। চলবে রাত ১০ টা পর্যন্ত।

[আরও পড়ুন: হতাশ না গর্বিত? অস্ট্রেলিয়ার কাছে হেরে কী বললেন ইগর স্টিমাচ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement