Advertisement
Advertisement

বড়দিন ও বর্ষশেষে গভীর রাতেও চলবে মেট্রো, সিদ্ধান্ত কর্তৃপক্ষের

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বেশি মেট্রো চালানোর পরিকল্পনা৷

 Metro to be available in 24 December, 25 and 31 December meed night.
Published by: Tanujit Das
  • Posted:December 21, 2018 9:25 pm
  • Updated:December 21, 2018 9:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনে ও বর্ষশেষে গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো। পুজোর ক’দিন বেশিরাত পর্যন্ত মেট্রো চালিয়ে লাভের মুখ দেখেছিল কর্তৃপক্ষ। তারপর ২৪ ডিসেম্বর, সোমবারও বিশেষ সূচিতে যাত্রী পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল। অর্থাৎ বড়দিন ও বর্ষশেষের আনন্দে সাধারণ মানুষের কোনওরকম খামতি যাতে না থাকে, তাতে শামিল হচ্ছে কলকাতার লাইফলাইন।

[বড়দিনে এসি টয় ট্রেনে ঘুরতে চান? গন্তব্য হোক ইকো পার্ক]

Advertisement

রাতভর হুল্লোড়, পার্টির পর ক্লান্ত শরীর পার্ক স্ট্রিট থেকেই মেট্রো রেলের কামরায় গা এলিয়ে দিতে পারবে। শুক্রবার থেকেই রঙিন সাজে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। জ্বলছে হেভি ওয়াটের আলো। আলোর রোশনাইয়ে সান্তা ক্লজ এসে পড়েছেন। ২৪ তারিখ মাঝরাতেই স্লেজ গাড়িতে চেপে লাল রংয়ের টুপি মাথায় দিয়ে উপহারের ঝুলি নিয়ে আসবেন সান্তা। তার আগে শুক্রবারই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিন উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন মেয়র ফিরহাদ হাকিম, পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। গোটা পার্ক স্ট্রিটকেই নতুনভাবে সাজানো হয়েছে। ২৫ ডিসেম্বর থেকে ৩০ তারিখ পর্যন্ত প্রতিদিনই হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৫ তারিখ ও ৩১ তারিখ মানুষের ঢল নামবে পার্ক স্ট্রিটে।

[নতুন বছরের আগে হচ্ছে না রথযাত্রা! হাই কোর্টের রায়ে ব্যাকফুটে বিজেপি]

মূলত সেকথা মাথায় রেখেই মেট্রো রেলের সময়সূচি বাড়ানো হয়েছে। ২৪, ২৫ ও ৩১ তারিখ ট্রেন চলাচলের সূচনা হবে সকাল আটটায়। দমদম ও কবি সুভাষ থেকে পৌনে সাতটার বদলে আটটায় চলবে প্রথম ট্রেন। তার ফলে অবশ্য সকালের যাত্রীরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে। তবে ওই দুই প্রান্ত থেকে রাত ৯.৫৫ টার বদলে শেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। ২৪ ডিসেম্বর আপ-ডাউন মিলিয়ে ৩০০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ২৫ তারিখ চলবে ২২৪টি ট্রেন। ৩১ তারিখে অবশ্য ৩০০টি ট্রেন চলবে। নোয়াপাড়া থেকে প্রথম ও শেষ ট্রেন চলবে সকাল ৮টা ১৭ মিনিট ও রাত ১১টা ৪ মিনিটে। মেট্রো রেল সূত্রে খবর, যেসব স্টেশনে ভিড় বেশি থাকবে, সেখানে বেশি সংখ্যায় নিরাপত্তা কর্মী থাকবেন। মোট ৫৬০টি সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে। থাকবে কম্যান্ডো বাহিনীও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement