Advertisement
Advertisement

Breaking News

বড়দিন উপলক্ষে মেট্রোর সময়সূচিতে বদল, বিপাকে যাত্রীরা

৩১শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে এই সময়সূচি।

Metro timing changes
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 23, 2018 2:08 pm
  • Updated:December 23, 2018 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শুধু ২৪, ২৫ ও ৩১ ডিসেম্বরই নয়, বছরের শেষদিন পর্যন্ত রবিবার সকালেও দেরিতে চলবে মেট্রো। সকাল ৯.৫০ মিনিট নয়, দুপুর ২টো থেকে পাওয়া যাবে মেট্রো পরিষেবা। আগাম ঘোষণা ছাড়াই সময়সূচি বদলে যাওয়ায় আজ, রবিবার রীতিমতো দুর্ভোগে পড়তে হয় মেট্রোযাত্রীদের। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থেকেও ট্রেন পাননি অনেকেই।

[ বড়দিন ও বর্ষশেষে গভীর রাতেও চলবে মেট্রো, সিদ্ধান্ত কর্তৃপক্ষের]

Advertisement

দেখতে দেখতে আরও একটি বছর শেষ হতে চলল।শহরজুড়ে এখন উৎসবের আমেজ। শুক্রবার পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর মতো রাতভর নয়, তবে এবার বড়দিন ও বর্ষশেষেও গভীররাত পর্যন্ত পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে, ২৪, ২৫ ও ৩১ তারিখ সকালে দমদম ও কবি সুভাষ থেকে সকাল পৌনে সাতটার বদলে আটটায় ছাড়বে প্রথম মেট্রো। তবে ওই দুই প্রান্ত থেকে রাত ৯.৫৫-র বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে।  মঙ্গলবার বড়দিন উপলক্ষে শহরে স্কুল-কলেজ ও বেশিরভাগ অফিসই বন্ধ থাকবে। তবে সোমবার সকালে যাত্রীদের দুর্ভোগ পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার অবশ্য ফের পুরানো সময়সূচি মেনেই চলবে মেট্রো। মাঝের কিছুদিন পরিষেবা স্বাভাবিক থাকলেও, ৩১ জানুয়ারি অর্থা্ৎ আগামী সোমবার ফের বদলে যাবে মেট্রোর সময়সূচি।  এমনকী,  আগামী রবিবারও দুপুর ২টো থেকে মেট্রো চলবে।

[ কর্পোরেট ধাঁচে মোবাইলেই মিলবে প্যাথলজি রিপোর্ট, কীভাবে জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement