Advertisement
Advertisement
Holi 2025

দোলের দিন দুপুর থেকে চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি

দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না।

Metro timetable changed for Holi 2025
Published by: Paramita Paul
  • Posted:March 11, 2025 7:34 pm
  • Updated:March 11, 2025 8:10 pm  

নব্যেন্দু হাজরা: দোলের দিন সকাল থেকে মিলবে না মেট্রো। পরিষেবা চালু হবে দুপুর পৌনে তিনটে থেকে। তবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না। বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন নয়া সময়সূচি।

এবার দোল পূর্ণিমা এবং হোলি একই দিনে। শুক্রবার। ওই দিন অধিকাংশ অফিস, স্কুল, কলেজ বন্ধ। ফলে যাত্রী সংখ্যাও কম। সেই কথা মাথায় রেখে মেট্রোর সময়সূচি বদল করা হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটেয়। উলটোদিকে কবি সুভাষ থেকেও প্রথম মেট্রো ছাড়বে একই সময়। তবে শেষ মেট্রোর সময়সূচি বদলাচ্ছে না। প্রতিদিন এই রুটে ২৬২টি মেট্রো চলাচল করে। কিন্তু দোলযাত্রার দিন মাত্র ৬০টি মেট্রো যাতায়াত করবে।

Advertisement

শুক্রবার এসপ্ল্যানেড-হাওড়া রুটেও কম সংখ্যক মেট্রো চলাচল করবে। ওইদিন মাত্র ৪২টি মেট্রো চলবে এই রুটে। দু’দিক থেকেই দিনের প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটেয়। রাত পৌনে ন’টার বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। ১৫ মিনিট অন্তর এই রুটে মেট্রো চলাচল করবে।

আবার শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে  চলাচল করবে মাত্র ২২টি মেট্রো। এই রুটেও দিনের প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটেয়। শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়। আধঘণ্টা অন্তর মিলবে মেট্রো। তবে অরেঞ্জ এবং পার্পল লাইন অর্থাৎ জোকা-তারাতলা এবং রুবি রুটে মেট্রো সম্পূর্ণ বন্ধ থাকবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement