Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro Railway

ইদের দিন মেট্রো পরিষেবায় কাটছাঁট, জেনে নিন পরিবর্তিত সময়সূচি

গ্রিন, অরেঞ্জ লাইনে কেমন থাকবে পরিষেবা?

Metro services to be cut on Eid, know the changed timetable

ফাইল ছবি

Published by: Suhrid Das
  • Posted:March 29, 2025 7:59 pm
  • Updated:March 29, 2025 8:33 pm  

নব্যেন্দু হাজরা: আগামী সোমবার ইদ। সেই উপলক্ষ্যে কলকাতার মেট্রো পরিষেবায় কিছুটা সময়সূচির বদল করা হয়েছে। আজ শনিবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইদের দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ব্লু লাইনে কতটা বদল হচ্ছে পরিষেবায়? গ্রিন, অরেঞ্জ লাইনে কেমন থাকবে পরিষেবা? দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুট ব্লু লাইন হিসেবে পরিচিত। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড ও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রুট গ্রিন লাইন হিসেবে পরিচিত। 

অন্যান্য স্বাভাবিক দিনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ চলাচলকারী ব্লু লাইনে মোট ২৬২টি ট্রেন চলাচল করে। কিন্তু ইদের দিন সোমবার সেই মেট্রোর সংখ্যা কমানো হল। ২৬২টির বদলে ওই দিন মোট ২৩৬টি মেট্রো চলাচল করবে। আপ ও ডাউনে মোট ১১৮ জোড়া ট্রেন চালানো হবে বলে খবর। ওই দিন নোয়াপাড়া থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম ট্রেন নির্ধারিত সময়েই ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রোরও কোনও পরিবর্তন নেই। ওই দিন সকাল ৬টা ৫৫ মিনিটে মেট্রো ছাড়বে।

Advertisement

শেষ পরিষেবার ক্ষেত্রেও কোনও বদল হয়নি। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ ট্রেন পাওয়া যাবে রাত ৯টা ২৮ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। গ্রিন লাইন ১- এ ইদের দিন মোট ৯০ টি ট্রেন চালানো হবে। শিয়ালদহ- সল্টলেক সেক্টর ফাইভ রুটে আপ ও ডাউন লাইনে ৪৫ জোড়া মেট্রো চলবে। সকাল ৬টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর জন্য সকাল ৭টা পাঁচ মিনিটে মেট্রোর চাকা গড়াবে। ওই দিন রাতে শেষ মেট্রোর সময়ও বদল হচ্ছে না। রাত ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ ট্রেন ছেড়ে যাবে। একইভাবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। ওই দিন ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে বলে খবর।

সোমবার গ্রিন লাইন ২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষ সেই কথাও জানিয়েছে। অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত এখন মেট্রো চলাচল করে। জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রুট পার্পল লাইন হিসেবে পরিচিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement