Advertisement
Advertisement

মেট্রোয় আগুন আতঙ্ক, ধোঁয়ায় অসুস্থ বহু যাত্রী

আপাতত বন্ধ রয়েছে মেট্রো চলাচল৷

Metro services disrupted
Published by: Sayani Sen
  • Posted:December 27, 2018 5:38 pm
  • Updated:December 27, 2018 6:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ গড়িয়াগামী একটি এসি মেট্রোর কামরায় ধোঁয়া৷ ময়দান স্টেশনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি৷ ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন যাত্রী৷ আপাতত বন্ধ রয়েছে মেট্রো চলাচল৷

জুয়ার আসরে স্ত্রীকে কটূক্তি, বন্ধুকে খুন করে দেহ নর্দমায় ফেলে দিল যুবক

বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ একটি মেট্রো নিউ গড়িয়া স্টেশনের দিকে যাচ্ছিল৷ অফিস থেকে বাড়ি ফেরার পথে যাত্রীদের যথেষ্ট ভিড় ছিল ওই মেট্রোটিতে৷ ময়দান স্টেশনে ঢোকার মুখে আচমকাই এসি মেট্রোর একটি রেকে ধোঁয়া দেখতে পান যাত্রীরা৷ আগুনের ফুলকিও দেখা যায়৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ ময়দান স্টেশনে মেট্রো দাঁড় করিয়ে দেওয়া হয়৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ হুড়োহুড়ি করে তাঁরা মেট্রো থেকে বেরোনোর চেষ্টা করেন৷ তার জেরে জখম হন অনেকেই৷ ধোঁয়াতেও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন৷ তড়িঘড়ি মেট্রো কর্মীরা মাইকিং শুরু করেন৷ মেট্রো যাত্রীদের নিরাপদে মেট্রো স্টেশন থেকে বের করার কাজ শুরু হয়েছে৷ মেট্রোর কাঁচ ভেঙেও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়৷ অসুস্থদের প্রাথমিক চিকিৎসারও বন্দোবস্ত করা হয়েছে৷

Advertisement

নতুন বছরের শুরুতেই রাজ্যে মোদি, ব্রিগেডে করবেন সভা

মেট্রো রেলের সিপিআরও ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল৷ যাত্রীদের মেট্রো থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আপাতত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে৷ তবে খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান সিপিআরও৷ অফিস টাইমে মেট্রো বন্ধ থাকার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement