Advertisement
Advertisement

Breaking News

Metro service

রবিবারে সকালে মেট্রো বিভ্রাট, দমদম থেকে ছাড়ছে না কবি সুভাষের ট্রেন

বিপাকে যাত্রীরা।

Metro service towards Kavi Subhas from Dum Dum halted | Sangbad Pratidin

ছবি: শুভাশিস রায়।

Published by: Paramita Paul
  • Posted:April 2, 2023 11:27 am
  • Updated:April 2, 2023 12:22 pm  

নব্য়েন্দু হাজরা: রবিবারে সকালে ফের মেট্রো বিভ্রাট। দমদম থেকে কবি সুভাষের দিকে আসছে না মেট্রো। সকাল পৌনে ১১টা থেকে এই সমস্য়া চলছে বলছে খবর। একে রবিবার দু’টি মেট্রোর মাঝে সময়ের ব্যবধান প্রায় ২০ মিনিট। তার উপর মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় বিপাকে যাত্রীরা। 

[আরও পড়ুন: ED-CBI দুই রাজনৈতিক দল, কেন্দ্রের সঙ্গে জোট বেঁধে বিরোধীদের নিশানা! মাফিয়া খুনে তোপ বাবুলের]

মেট্রো সূত্রে খবর, এদিন সকাল ১০টা ৪২ মিনিট নাগাদ মেট্রোটি শ্যামবাজার থেকে শোভাবাজার ঢোকার সময় বিকট শব্দ শুনতে পান চালক। তৎক্ষনাৎ কন্ট্রোল ইউনিটে খবর দেন চালক। তারপরই দমদম থেকে কবি সুভাষগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলছিল না। বদলে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। আবার দমদম থেকে মেট্রো যাচ্ছিল দক্ষিণেশ্বর পর্যন্ত।

Advertisement

প্রায় দেড় ঘণ্টা পর ১১টা ৫০ মিনিট নাগাদ ওই রুটে স্বাভাবিক হয় মেট্রো চলাচল। কী ঘটেছিল, কীসের আওয়াজ শোনা গিয়েছিল, তা জানতে ৩ সদস্যের কমিটি গঠন  করেছে বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর। 

[আরও পড়ুন: ২-৮ এপ্রিলের Horoscope: আয় বাড়বে নাকি সঞ্চয়? নতুন অর্থবর্ষের প্রথম সপ্তাহে কী রয়েছে ভাগ্যে?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement