Advertisement
Advertisement
Kolkata Metro

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, ব্যাহত পরিষেবা, চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা

প্রায় আধ ঘণ্টা ধরে দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা পুরোপুরি স্তব্ধ।

Kolkata Metro service stopped in down track | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 20, 2024 10:49 am
  • Updated:February 20, 2024 2:29 pm  

নব্যেন্দু হাজরা: অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেডের মাঝে লাইনে সমস্যা দেখা দেওয়ায় আচমকা ব্রেক কষেন চালক। প্রায় আধ ঘণ্টা ধরে ব্যাহত মেট্রো পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। 

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সওয়া দশটা নাগাদ আচমকাই পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেডের মাঝে লাইনে অস্বাভাবিক কিছু দেখতে পান মোটরম্যান। তড়িঘড়ি ব্রেক কষেন তিনি। প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় মেট্রো। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সঙ্গ সঙ্গে মেট্রোটি খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন ইঞ্জিনিয়াররা। শুরু হয় মেরামতির কাজ। এই ঘটনার জেরে প্রথমে বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় আপ ও ডাউন লাইনের পরিষেবা। প্রতি স্টেশনেই বাড়তে থাকে অফিস যাত্রীদের ভিড়। কেউ কেউ অন্য পথে গন্তব্যের পথে রওনা হন। কেউ আবার অপেক্ষা করেন পরিষেবা স্বাভাবিক হওয়ার। 

Advertisement

[আরও পড়ুন: বিরিয়ানির বদলে জিরা রাইস! গ্রাহক-কর্মী অশান্তিতে ধুন্ধুমার রেস্তরাঁয়]

প্রায় ৩০ মিনিট পর আংশিক পরিষেবা চালু হয়। মেট্রো সূত্রে খবর, আপাতত ময়দান থেকে কবি সুভাষ ও গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক। আধিকারিকেরা জানিয়েছন, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব সম্পূর্ণ পরিষেবা চালু করা হবে। 

[আরও পড়ুন: ম্যারাথন জেরা শেষে নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’ প্রসন্ন রায়কে গ্রেপ্তার করল ইডি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement