Advertisement
Advertisement

ফের মেট্রো বিভ্রাট, আপ ও ডাউন দুই লাইনেই বন্ধ পরিষেবা

চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।

Metro service disrupted in up and down track on tuesday evening
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 24, 2019 4:38 pm
  • Updated:December 24, 2019 4:47 pm  

দীপঙ্কর মণ্ডল: ফের মেট্রো বিভ্রাট। যান্ত্রিক ত্রুটির কারণে গিরিশ পার্কে আটকে গেল কবি সুভাষগামী মেট্রো। যার জেরে বেশ কিছুক্ষণ আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকে। চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা।

মঙ্গলবার বিকেলে কবি সুভাষগামী একটি মেট্রো গিরিশ পার্ক স্টেশনে বিকল হয়ে যায়। তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে শুরু হয় মেরামতির কাজ। ডাউন লাইনে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। আপ লাইনে কিছুক্ষণ মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও আচমকা দমদমগামী একটি মেট্রোকে সেন্ট্রাল স্টেশনে আটকে দেওয়া হয়। খালি করে দেওয়া হয় মেট্রো। সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। যার ফলে নাজেহাল হতে হয় যাত্রীদের। তবে কিছুক্ষণ পর সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা হয়। মিছিল-মিটিংয়ের কারণে শহরের রাস্তায় তীব্র যানজট। তাই যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছতে অনেকেই আজকাল বেছে নিচ্ছেন মেট্রোকে। সেই পরিস্থিতিতে পাতালেও এই সমস্যার ফলে ভোগান্তির শিকার হন যাত্রীরা। 

Advertisement

[আরও পড়ুন: সংঘের আধিপত্য বাড়ল বঙ্গ বিজেপিতে, দক্ষিণবঙ্গের দায়িত্বে এলেন গুরুত্বপূর্ণ নেতা]

এদিনের ঘটনায় ফের মেট্রোর যথাযথ পরিচর্যা নিয়ে প্রশ্ন তুলে দিল৷ আদৌ কি কারশেডে মেট্রোর রেকগুলিকে সঠিক ভাবে দেখভাল করা হয়? পাশাপাশি, এই ট্রেনটিকে কারশেড থেকে স্টেশনে আনার আগে আদৌ এর অবস্থা খতিয়ে দেখা হয়েছিল কিনা, তা নিয়েও প্রশ্ন তুলছেন যাত্রীরা৷ প্রসঙ্হত, গত বৃহস্পতিবার বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ যান্ত্রিক ত্রুটির কারণে দমদমেই আটকে পড়ে কবি সুভাষগামী একটি মেট্রো। তড়িঘড়ি নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। বন্ধ রাখা হয় ডাউন লাইনের পরিষেবা। দীর্ঘক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। ফের একই ঘটনার পুনরাবৃত্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement