Advertisement
Advertisement

ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে দমদম পর্যন্ত বন্ধ পরিষেবা

চূড়ান্ত নাজেহাল নিত্যযাত্রীরা।

Metro service disrupted in Kolkata
Published by: Sulaya Singha
  • Posted:October 1, 2018 7:34 pm
  • Updated:October 1, 2018 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মেট্রো বিভ্রাট। সপ্তাহের শুরুতে মেট্রো বিভ্রাটের ফলে সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। সোমবার সন্ধেয় এম জি রোডে ধোঁয়া দেখা যাওয়ায় মেট্রোর একাংশের পরিষেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
 
সোমবার সন্ধ্যাবেলা হঠাৎই এম জি রোডে মেট্রো রেকের তলা থেকে ধোঁয়া উঠছিল। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় মেট্রো রেল কর্তৃপক্ষ। সমস্যা সমাধানের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে ঠিক কী কারণে ধোঁয়া বের হতে দেখা যায় তা নিয়ে এখনও মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। আপাতত ময়দান থেকে দমদম পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো। তবে নিউ গড়িয়া স্টেশন থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছে। তবে কখন মেট্রো চলাচল স্বাভাবিক হবে তা এখনও জানা যায়নি। অফিস থেকে বাড়ি ফেরার সময়ে মেট্রো বন্ধ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
 
দুদিন আগেই রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যার জন্য প্রায় এক ঘণ্টা পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল। এদিন আবার ব্যস্ত সময়ে মেট্রো স্টেশনে পৌঁছে দুর্ভোগের মুখে পড়তে হল যাত্রীদের।  

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement