Advertisement
Advertisement

অগ্নিকাণ্ডের পর লাইনে ফাটল, বছরের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা

চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা৷

Metro service disrupted
Published by: Sayani Sen
  • Posted:January 1, 2019 6:58 pm
  • Updated:January 1, 2019 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্রসদনের কাছে মেট্রোর লাইনে ফাটলের জের৷ বছরের শুরুতে ব্যাহত মেট্রো পরিষেবা৷ অফিস থেকে বাড়ি ফেরার পথে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা৷

[মেট্রোয় অগ্নিকাণ্ডের পুনর্নির্মাণ সিআরএস-র, আর্থিক সাহায্য ঘোষণা রেলের]

এর আগে চাঁদনি চকে লাইনে ফাটল হওয়ায় মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। ফের বড়দিনের ঠিক দু’দিন পরেই মেট্রোর এসি রেক আগুন দেখতে পাওয়া যায়৷ ধোঁয়ায় ভরে যায় চলন্ত মেট্রো৷ অসুস্থ হয়ে পড়েন অন্তত ৪২ জন যাত্রী৷  মেট্রো যাত্রীদের অভিযোগ, এই ঘটনার পর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে সময় লেগে যায় প্রায় ১৭ মিনিট৷ তা নিয়ে ক্ষোভের অন্ত নেই যাত্রীদের৷ এছাড়াও বর্ষশেষে মেট্রো দেরি হওয়া নিয়ে বিরক্ত যাতায়াতকারীরা৷ বছরের শুরুর দিনই ফের মেট্রো বিভ্রাটে সমস্যায় পড়েছেন অনেকেই৷ এবার রবীন্দ্রসদনের কাছে মেট্রোর লাইনে ফাটল৷ মঙ্গলবার সন্ধে ছ’টা নাগাদ মেট্রোর লাইনে ফাটল দেখা যায়৷ মেট্রো কর্তৃপক্ষের মাধ্যমে খবর পৌঁছয় ইঞ্জিনিয়ারদের কাছে৷ সুরক্ষার স্বার্থে কবি সুভাষের দিকে আপাতত বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল৷

Advertisement

[অগ্নিকাণ্ডে পদক্ষেপ, দুই মোটরম্যানের মেট্রো চালানোয় নিষেধাজ্ঞা রেলের]

বর্ষবরণের দিনে ফেস্টিভ মুডে তিলোত্তমা৷ শীতের মিঠে রোদ গায়ে মেখে সকাল থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন ভিক্টোরিয়া, চিড়িয়াখানা-সহ শহরের বিভিন্ন প্রান্তে৷ কম সময়ে এবং কম খরচে গন্তব্যে পৌঁছানোর জন্য কলকাতার প্রায় লাইফলাইন হিসাবে ধরা হয় মেট্রোকে৷ সেই ভরসাতেই রাস্তায় বেড়িয়েছিলেন অধিকাংশ মানুষ৷ এদিকে সন্ধে ছ’টার সময় অফিস ফিরতি মানুষেরও ভিড় জমতে শুরু করে। বছরের প্রথম দিন লাইনে ফাটলের জেরে ব্যাহত হল পরিষেবা৷ ঠিক সময়ে মেট্রো না পেয়ে বিরক্ত যাত্রীরাও৷ এই ঘটনার জেরে আরও একবার মেট্রোর পরিষেবা নিয়ে প্রশ্নচিহ্ন তুলছেন নিত্যযাত্রীরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement