Advertisement
Advertisement

শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথ চলা, ভাড়া কত জানেন?

প্রথম ধাপে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো৷

   Metro Railway announces fare of East-West Metro
Published by: Tanujit Das
  • Posted:February 20, 2019 4:48 pm
  • Updated:February 20, 2019 4:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরই খুলে যাবে বহু প্রতিক্ষীত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের একটি অংশ৷ প্রথম ধাপে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো৷ আর চাকা গড়ানোর আগেই ঘোষণা হয়ে গেল এই ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া৷

[রাতভর ছাত্র আন্দোলনে উত্তাল যাদবপুর, বিকেলে ধিক্কার মিছিল ]

Advertisement

জানা গিয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোতে ২ কিলোমিটারের পর্যন্ত একজন যাত্রীকে দিতে হবে ৫ টাকা ভাড়া৷ ২ কিলোমিটার থেকে ৫ কিলোমিটারের মধ্যে দিতে হবে ১০ টাকা৷ ৫ কিলোমিটার থেকে ১০ কিলোমিটারের জন্য দিতে হবে ২০ টাকা ভাড়া৷ এবং ১০ থেকে ১৬.৫ কিলোমিটারের জন্য একজন যাত্রীকে দিতে হবে ৩০ টাকা ভাড়া৷ বুধবার এই নয়া ভাড়ার তালিকা ঘোষণা করেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দোপাধ্যায়৷ তিনি জানান, সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই ভাড়ার কাঠামো নির্ধারণ করা হয়েছে৷ মানুষ যাতে আরও বেশি করে মেট্রো যাত্রা উপভোগ করতে পারে সেটাই তাঁদের লক্ষ্য৷

[চোর সন্দেহে শহরের যুবককে গণধোলাই, সচেতনতা প্রচারে আরও জোর পুলিশের]

উল্লেখ্য, ২০০৯-তে ইউপিএ জমানায় এই প্রকল্পের উদ্বোধন হয়েছিল৷ তারপর থেকে কখনও জমি জট বা কখনও খরচ বেড়ে যাওয়া ইত্যাদী, বিভিন্ন কারণে থমকে গিয়েছে এই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ৷ সমস্ত সমস্যার সন্মুখীন  হয়ে শীঘ্রই খুলে যাচ্ছে এই প্রকল্পের আওতাভুক্ত সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত স্টেশন৷ ইতিমধ্যে স্টেশন তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে৷ আত্মহত্যা রুখতে বসে গিয়েছে স্লাইডিং ডোর৷ এছাড়া, এসপ্লানেড থেকে শিয়ালদহগামী ইস্ট-ওয়েস্ট মেট্রোর পূর্বমুখী সুড়ঙ্গ খোড়ার কাজও শুরু হয়ে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত সুড়ঙ্গ নির্মাণের কাজ৷ সম্পূর্ণ হয়েছে মেট্রোর দুই টানেল ‘রচনা’ ও ‘প্রেরণা’ খোড়ার কাজ। শুরু হয়েছে, এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ তৈরির কাজ৷ যাদের নাম ‘উর্বী’ ও ‘চণ্ডী’৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement