সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে #MeToo। বিভিন্ন দেশের, নানা বয়সের মহিলারা তাঁদের উপর হওয়া যৌন হেনস্তার বিরুদ্ধে সরব হচ্ছেন গত ৪৮ ঘন্টা ধরে। খাস কলকাতার বহু মহিলাও #MeToo ব্যবহার করে একের পর এক পোস্টে দুষ্কৃতীদের বিরুদ্ধে সরব হচ্ছেন। যা দেখে বোঝাই যাচ্ছে, এই দেশের তথা রাজ্যের প্রায় প্রতিটি মহিলাকেই জীবনের কোনও না কোনও সময়ে যৌন হেনস্তার শিকার হতে হয়েছে। তা সে পরিচিতের হাতেই হোক বা অপরিচিত কারও হাতে। বাড়িতেই হোক বা নিত্যদিন চলার পথে। আর এই পরিস্থিতিতেই এবার আসরে নামল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট নেটিজেনদের মন জয় করে নিচ্ছে। পুলিশের বক্তব্য, ‘আমরা চাই নিগৃহীতা আরও রেগে যান, আরও ক্ষিপ্ত হন। মানসিক বা শারীরিক যে কোনও হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। উঁচু স্বরে প্রতিবাদ জানান। ভয় না পেয়ে পুলিশের কাছে আসুন।’ কলকাতা পুলিশের এই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশ জানিয়েছে, ফেসবুকে যেভাবে বহু মহিলা সরব হয়েছেন, দেখে বোঝাই যাচ্ছে নিগৃহীতাদের সংখ্যা এ শহরে কম নয়। তাই কোনও মহিলাই যেন ভয়ে বা সম্মানহানির আশঙ্কায় মুখ বুজে হেনস্তার সঙ্গে আপস না করেন। প্রতিটি অভিযোগ নিয়ে আমাদের কাছে আসুন, আবেদন কলকাতা পুলিশের। পুলিশ অফিসাররা মন দিয়ে আপনার অভিযোগ শুনবে। আর শুধু কিশোরী বা মহিলা কেন, ছোট ছেলেদেরও নানা সময়ে পরিবারের বড়দের বা শিক্ষকদের হাতে নানাভাবে হেনস্তা হতে হয়। ওই অভিযোগের সুরাহা করতে পুলিশ এক নয়া উদ্যোগ নিয়েছে যার নাম ‘ডিয়ার বয়েজ।’ প্রথম দফায় শহরের ১০টি স্কুল পরিদর্শনে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। দ্বিতীয় দফায় আগামী নভেম্বরের মাঝামাঝি সময় প্রকল্পটির দ্বিতীয় দফার কাজ শুরু হবে।
পড়ে নিন কলকাতা পুলিশের সম্পূর্ণ পোস্টটি-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.