Advertisement
Advertisement

Breaking News

HS Exam

পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর-সিসিটিভি, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও কড়া নিরাপত্তা

এবার পরীক্ষায় বসছে ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় বেশ কিছুটা কম।

Metal detectors at schools for HS Exams
Published by: Paramita Paul
  • Posted:February 26, 2025 9:02 pm
  • Updated:February 26, 2025 9:04 pm  

ধীমান রক্ষিত: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করছে সংসদ। পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে মেটাল ডিটেক্টর থাকছে। কোনও পড়ুয়া মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক্স গেজেট আনলেই ধরা পড়বে ওই ডিটেক্টরে। এছাড়া সিসিটিভি নজরদারিও থাকছে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে।

৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৮ মার্চ। পরীক্ষা শুরু সকাল ১০টায়। দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে স্কুলে ঢোকার আগে পড়ুয়াদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হবে। তাই পরীক্ষার্থীদের ১ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৯টার মধ্যে স্কুলে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একথা জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

নিরাপত্তার কথা মাথায় একাধিক কঠোর পদক্ষেপ করা হয়েছে। বলা হয়েছে, স্কুলে থাকবে সিসিটিভির নজরদারিও। পরীক্ষার কিছুক্ষণ আগে পরীক্ষার্থীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র। উত্তরপত্রের সঙ্গেই থাকবে প্রশ্নপত্রও। শুধু পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় নয়, পরীক্ষাকেন্দ্রের ভিতরেও থাকবে মেটাল ডিটেক্টর।

উল্লেখ্য, এবার পরীক্ষায় বসছে ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় বেশ কিছুটা কম। গত বছর পরীক্ষায় দিয়েছিল ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। ২ লক্ষেরও বেশি পড়ুয়া কমেছে। তবে এবারও ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশিই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement