Advertisement
Advertisement

Breaking News

পুজোর আগেই বৃষ্টির পূর্বাভাস, রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ

বৃষ্টি নামলে মাটি হতে পারে পুজোর কেনাকাটা।

MeT predicts rainfall in several districts of WB
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2017 4:57 am
  • Updated:September 12, 2017 5:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জের। যার জেরে পুজোর আগে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

[ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সতর্কতা চার জেলায়]

Advertisement

গত কয়েক দিন ধরেই প্রবল গরমে নাজেহাল রাজ্যবাসী। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বাড়ছিল অস্বস্তি। মঙ্গলবার ভোরে কলকাতা-সহ বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। সল্টলেকে বেশ কয়েকটি ব্লকে জল জমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিহার-ওড়িশার সীমান্তে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। বাংলাদেশে সক্রিয় ঘূর্ণাবর্ত। তার জেরেই কলকাতা ও আশেপাশের এলাকায় স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। তা থেকেই বৃষ্টি। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের  জেরে বুধবারও দুই ২৪ পরগনা, মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে পুজোর আগে ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই।

[বৃষ্টি নেই, অথচ জাতীয় সড়কের জলে ভোগান্তি সিউড়িতে!]

আলিপুরের এই সতর্কবার্তা কিন্তু রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ, বৃষ্টিতে পুজোর কেনাকাটায় বিঘ্ন হতে পারে। এমনিতেই পুজোর আসতে বাকি আর মাত্র দুই সপ্তাহ, জমে উঠেছে বিকিকিনি। এর মধ্যে বৃষ্টি এলে বাজারটাই মাটি হবে, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরাও।

 [জানেন, কবে বকেয়া ডিএ-র জন্য বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement