রিংকি দাস ভট্টাচার্য: প্রেমে এবার শীতলতার ছোঁয়া! এ শহরের বয়স যত বাড়ছে, ততই উষ্ণতা কমছে ভালবাসার। আর পারদের ওঠানামার বিচারে এবারের ভ্যালেন্টাইনস গত পাঁচ বছরের তুলনায় সব থেকে ‘ঠান্ডা’। ১৪ ফেব্রুয়ারি ভালবাসার তীব্রতা যতই বাড়ুক না কেন, আবহাওয়া কিন্তু রীতিমতো ঠান্ডা থাকবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আপাতত উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে কোনও বাধা নেই। বৃহস্পতিবার অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে পর্যন্ত হালকা শীতের আমেজ বজায় থাকবে।”
নথি ঘেঁটে হাওয়া অফিসের কর্তারা জানাচ্ছেন, সাম্প্রতিক অতীতে ২০০৮ সাল ছাড়া অন্য কোনও বছর ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ প্রেমদিবসের দিন শীতের আমেজ থাকেনি। বরং উষ্ণই থেকেছে আবহাওয়া। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০১৮ পর্যন্ত ফেব্রুয়ারির মধ্যভাগে, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারির সর্বনিম্ন তাপমাত্রা ১৬-২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে। ব্যতিক্রম শুধু ২০০৮। সেবার ১৪ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রিতে নেমেছিল। এছাড়া গত কয়েক বছরে ভ্যালেন্টাইনস ডে’র গড় তাপমাত্রা তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশকুমার দাসের কথায়, ‘‘অন্তত ১৫ ডিগ্রি সেলসিয়াস না হলে আমরা শীত বলি না। সেই হিসাবে গত কয়েক বছরে ১৪ ফেব্রুয়ারি শীত থাকেনি।” দপ্তরের এক কর্তাও বলছেন, গত পাঁচ বছরের তাপমাত্রার রেখচিত্র দেখলেই বোঝা যাবে, প্রেমদিবসের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বগামী। ২০১৪-য় ছিল ১৬.৯ ডিগ্রি। ২০১৫-য় ১৬.৩। ২০১৬-য় তো মহানগরে ভ্যালেন্টাইনস ডে-র সর্বনিম্ন তাপমাত্রা চড়ে গিয়েছিল ২৩.৭ ডিগ্রিতে। মানে রীতিমতো ঘাম ঝরানো গরম। ২০১৭, ২০১৮-তেও ১৪ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির কোঠা ছুঁয়ে ফেলে দাঁড়ায় যথাক্রমে ১৯.৬ এবং ১৯.৩ ডিগ্রি। এই প্রবণতার মধ্যে কিছুটা হিমেল হাওয়ার পরশ পেতে চলেছে এ বছরের ভ্যালেন্টাইনস ডে। সেদিন তাপমাত্রা অন্য বারের তুলনায় কম থাকারই সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুরের।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আকাশ পরিষ্কার থাকায় ওইদিন দিনভর বইবে উত্তুরে হাওয়া। কাল, ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবসের সকাল-সন্ধ্যা সেই হাওয়ার পরশ মেখেই প্রেমের উষ্ণতা খুঁজবে প্রেমিক-প্রেমিকারা। নীল জিনসের কোলে মাথা রেখে আকাশ দেখবে সবুজ শাড়ি। হালকা স্টোলের আড়ালে মিশে যাবে দুই মন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.