Advertisement
Advertisement

ঠান্ডা হাওয়ার হাত ধরে শীতের আমেজ বঙ্গে, থাকছে বৃষ্টির ভ্রুকুটিও

শীতবিলাসীদের জন্য সুখবর৷

MeT predicted low temparature for next 2 days
Published by: Sayani Sen
  • Posted:October 25, 2018 7:57 pm
  • Updated:October 25, 2018 7:57 pm  

রিংকি দাস ভট্টাচার্য: হেমন্তে শীত এবং গরমের লুকোচুরি৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর ও উত্তর-পশ্চিম থেকে ধেয়ে আসা ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে৷ আর তার জেরেই শহর ও শহরতলিতে শীতের আমেজ৷ আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ উৎসবের মরশুমে হালকা শীতের আমেজ চেটেপুটে উপভোগ করছেন রাজ্যবাসী৷

[দেবীপক্ষের হাত ধরেই রাজ্যে শীতের পদধ্বনি, নামছে তাপমাত্রার পারদ]

বর্ষা বিদায় নিয়েছে আগেই৷ জলীয় বাষ্পের ভাণ্ডার ফুরিয়েছে বাতাসে। বাকি ছড়িয়ে থাকা জলীয় বাষ্পও ‘তিতলি’ নিয়ে পাড়ি দিয়েছিল ওপার বাংলায়। এরপর শরৎ আকাশে রোদের ঝিলিক উপভোগ করেন আপামর রাজ্যবাসী৷ ঝলমলে রোদ এবং গরমকে সঙ্গী করেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়িয়েছিলেন উৎসব প্রিয়রা৷ হেমন্তে এবার ঠান্ডা হাওয়ার শিরশিরানি৷ শুষ্ক হাওয়ার জায়গা নিতে চলে এসেছে ঠান্ডা হাওয়া৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর এবং উত্তর-পশ্চিম ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে৷ তার জেরে রাতের দিকে কমছে তাপমাত্রা৷ বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি৷ যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি কম৷ শহরের ছবিটা যখন ঠিক এইরকম৷ ঠিক সেইরকম অবস্থা পশ্চিমাঞ্চলের জেলাগুলির৷ তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে৷ আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ এমন নিম্নমুখী থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ শীতবিলাসীদের কাছে এর থেকে বেশি সুখবর আর কী-ই বা হতে পারে?

Advertisement

[অভিনব আন্দোলন, শহরে শুধুমাত্র অফিস টাইমেই চলবে বেসরকারি বাস]

তবে মাসের শেষে দুঃসংবাদও পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী৷ আবারও ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯ এবং ৩০ অক্টোবর নাগাদ নতুন করে ওড়িশা উপকূলে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত৷ তার জেরে বৃষ্টিতে ভিজতে পারে উপকূলবর্তী লাগোয়া দক্ষিণের জেলাগুলি৷ সেই সময় আকাশ মেঘলা থাকার ফলে তাপমাত্রার পারদ চড়তে পারে বলেই আশঙ্কা আবহবিদদের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement