Advertisement
Advertisement

ফাল্গুনে মুখভার আকাশের, সোমবার থেকে তিনদিন শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে একাধিক জেলায় বৃষ্টি।

Met office predicts rain in Kolkata
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 4, 2019 9:45 am
  • Updated:March 4, 2019 9:45 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে শহরে আকাশের মুখভার। চড়েছে তাপমাত্রার পারদও। সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার থেকে আগামী তিনদিন ধরে চলবে বৃষ্টি। ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইতে পারেন ঝোড়ো বাতাসও। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। বস্তুত সোমবার সকাল থেকে বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলা বৃষ্টিও শুরু হয়েছে।

[গুরুতর অসুস্থ বীণাপাণি দেবী, ভরতি এসএসকেএমে]

Advertisement

ক্যালেন্ডারের হিসেবে বসন্তকাল। কিন্তু আবহাওয়া দেখে তা বোঝার উপায় নেই! ভরা বসন্তেও এ বঙ্গে দুর্যোগের ঘনঘটা। গত সোমবার ভোরে রাতে জোড়া কালবৈশাখী আছড়ে পড়েছিল কলকাতায়। তুমুল ঝড় বৃষ্টি চলেছিল জেলাগুলিতেও। রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজ পড়ে কমপক্ষে ৬ জনে মারা গিয়েছিলেন। মাঝে কয়েকটা দিনের বিরতি। সপ্তাহের প্রথম কাজের দিনেই ফের কলকাতায় আকাশের মুখভার। সোমবার সকাল থেকে বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান-সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিও নেমেছে। আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে বিকেল থেকে ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টি নামবে শহরে। রাজ্যেজুড়ে প্রাকৃতিক দুর্যোগ চলবে বুধবার পর্যন্ত।

ঠিক কী জানিয়েছে আবহাওয়া দপ্তর? হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার বিকেল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। সঙ্গে প্রায় ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়া বাতাস। মঙ্গলবার থেকে দুর্যোগ আরও বাড়বে। সোমবার বৃষ্টির পূর্বাভাস নেই ঠিকই। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হতে পারে। রাজ্যে দুর্যোগ এতটাই বাড়তে পারে যে, সোমবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিকে আবার মেঘলা আকাশের কারণে শহরের তাপমাত্রা একধাক্কায় বেড়ে গিয়েছে প্রায় ৫ ডিগ্রি।   

[ভিনধর্মের যুবকের সঙ্গে প্রেম, ধর্মান্তকরণের চোখরাঙানি এড়িয়ে বিয়ে দৃষ্টিহীন তরুণীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement