Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘বিদেশি পতিতাদের অ্যাকাউন্টে টাকা পাচার’, অভিষেক আক্রমণ করে বিতর্কে সেলিম

পুরনো কথা তুলে পালটা সেলিমকে বিঁধলেন কুণাল ঘোষ।

Md Selim slams Abhishek Banerjee on Corruption issue | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 7, 2023 8:22 pm
  • Updated:August 7, 2023 8:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কুরুচিকর ভাষায় আক্রমণ শানালেন মহম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদকের দাবি, বিদেশী পতিতাদের অ্যাকাউন্ট ভাড়া করে দুর্নীতির টাকা পাচার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেলিমের এহেন ‘ভাষা’ ব্যবহার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁকে পালটা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এক সিপিএমের নেতার কীর্তির কথা উল্লেখ করে সেলিমের জবাব চেয়েছেন।

চোখের চিকিৎসা করাতে আমেরিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সেলফি পোস্ট করেছেন তিনি। এদিকে রাশিয়ান বান্ধবী ইস্যুতে নাম না করে তাঁকে নিশানা করছে বিরোধীরা। এবার আরও এক ধাপ এগিয়ে কুরুচিকর ভাষায় তৃণমূল সাংসদকে নিশানা করলেন সেলিম। অভিষেকের ছবি পোস্ট করে টুইটারে তিনি লিখেছেন, “সাংসদ ওরফে মাফিয়া ডন কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতির মতো একাধিক অপরাধে অভিযুক্ত নিউইয়র্ক থেকে সেলফি পোস্ট করছেন। দেশ থেকে পালিয়েছেন। আর তাতে সাহায্য করেছেন তাঁর বিজেপির ‘বস’রা।” এরপরই তাঁর সংযোজন, “অসদুপায়ে প্রাপ্ত অর্থ পাচার করতে ১৫ জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে।”

Advertisement

 

 

[আরও পড়ুন: ডুরান্ডের ডার্বি যুদ্ধের আগে ছুটছে মোহনবাগান, সবুজ-মেরুন ঝড়ে উড়ে গেল পাঞ্জাব]

 

সেলিমের অভিযোগের পালটা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। লিখেছেন, “কয়েকবছর আগের কথা। পার্টির কাজ আছে বলে এক নামী নেতা বান্ধবীর সঙ্গে একটি রাজ্যের হোটেলে চলে যান। তাঁর বিমান এবং হোটেলের কাগজ তাঁর বাড়িতে দেন পার্টিরই আরেক নেতা, আমাদেরও দেন। চূড়ান্ত অশান্তি হয়।” তাঁর আরও দাবি, সেই সময় সৌজন্যর খাতিরে ছাপা হয়নি। সঙ্গে কুণাল ঘোষের প্রশ্ন, “এবিষয়ে আপনার কিছু জানা আছে মহম্মদ সেলিম?”

 

[আরও পড়ুন: এশিয়া কাপের আগে ফের সামনে বিরাটের নতুন হেয়ার স্টাইল, ভিডিয়ো হল ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement