Advertisement
Advertisement

বৈশাখিকে খুনের চেষ্টা করেছিলেন রত্না, বিস্ফোরক অভিযোগ শোভনের

দিয়ে রাখলেন দল ছাড়ার ইঙ্গিতও৷

 Mayor Sovan Chatterjee's allegation against wife
Published by: Tanujit Das
  • Posted:November 21, 2018 8:46 pm
  • Updated:November 22, 2018 7:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী রত্না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়৷ ক্ষোভ উগরে দিয়ে জানালেন, সুপারি কিলার দিয়ে বৈশাখি বন্দ্যোপাধ্যায় ও তাঁর মেয়েকে খুনের চেষ্টা করেছিলেন রত্না দেবী৷ এখানেই শেষ নয়, স্ত্রীর বিরুদ্ধে মেয়রের আরও অভিযোগ, ‘প্রেমিক’-এর সঙ্গে মিলে তাঁর জন্মদিনের কেকে বিষ মিশিয়ে দেওয়ারও চেষ্টা করেন স্ত্রী৷ যদিও শোভন চট্টোপাধ্যায়ের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়৷ বরং পালটা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ”আমি কী করব তা কালই টের পাবেন মেয়র সাহেব৷ এর জবাব আমি আদালতেই দেব৷”

[মেয়র পদে তবে কি ফিরহাদ হাকিম? মমতার পদক্ষেপে নয়া জল্পনা]

Advertisement

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর বুধবারই প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শোভন চট্টোপাধ্যায়৷ এদিন স্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ আনেন তিনি৷ প্রথমেই জানান, তাঁকে অন্ধকারে রেখে, ‘প্রেমিক’ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওরফে চিকুকে সঙ্গে নিয়ে ‘জিসিআর’ অর্থাৎ ‘গোপাল-চিকু-রত্না’ নামের একটি কোম্পানি খুলেছিলেন স্ত্রী রত্না বন্দ্যোপাধ্যায়৷ সেই কোম্পানির নামে বাজার থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নেন তাঁরা৷ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা মতোই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী৷ যদিও মেয়রের কোনও অভিযোগকেই মান্যতা দেননি তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়৷ এই অভিযোগ শোনার পর প্রথমে কান্নায় ভেঙে পড়েন তিনি৷ তারপর নিজেকে সামলে নিয়ে মেয়রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রত্না দেবী৷ তিনি বলেন, “এমন একটা নোংরা মানুষকে ২২ বছর ধরে ভালবেসেছি এবং তাঁর সঙ্গে ঘর করেছি, ভাবতেই আমার ঘৃণা হচ্ছে৷ সমস্ত মিথ্যা অভিযোগ করছেন উনি৷ আমি মুখ খুললে শোভন চট্টোপাধ্যায় দাঁড়াতে পারবেন তো? আমি কী করব তা কালই টের পাবেন মেয়র সাহেব৷” রত্না দেবীর এই হুঁশিয়ারি ঘিরেই জল্পনা তুঙ্গে৷ সূত্রের খবর, মেয়রের বিরুদ্ধে আগামিকালই মানহানির মামলা দায়ের করতে পারেন রত্না দেবী৷ মেয়রের অভিযোগকে মান্যতা দেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও৷ মেয়রপত্নী রত্নাকে ‘দিদিভাই’ সম্বোধন করে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি৷

[চরিত্র বদলে আরও বিপজ্জনক ডেঙ্গু, মৃতের রক্তে মিলল স্টেজ ২ ভাইরাস]

কেবল পত্নী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই নয়, শ্বশুর তথা মহেশতলা বিধানসভার বিধায়ক দুলাল দাসের বিরুদ্ধেও এদিন ক্ষোভ উগরে দিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ গতকালই দুলাল বাবু জানান, “পাপের শাস্তি পাচ্ছেন মেয়র৷” তাঁকে পালটা দিয়ে বুধবার শোভন চট্টোপাধ্যায় বলেন, “দুলাল বাবুর কিছুই ছিল না, আমি সব করে দিয়েছি৷ ওঁর স্ত্রীর বিধায়ক হওয়ার নমিনেশন জমা দেওয়া থেকে শুরু করে, ওঁর কাউন্সিলর হওয়া পুরোটাই আমার করা৷ মহেশতলার মানুষ সবটাই জানে৷” তাঁর সম্পর্কে চড়তে থাকা বিতর্কের বিষয়ে এদিন শুরু থেকেই খোলাখুলি মন্তব্য করেন শোভন চট্টোপাধ্যায়৷ বান্ধবী বৈশাখি চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি৷ জানান, “বৈশাখি আমার অসময়ের বন্ধু৷ আমার শুভানুধ্যায়ী৷ ফলে তাঁর সঙ্গে আমি বেইমানি করতে পারব না৷” মেয়র পদে তাঁর ইস্তফা প্রসঙ্গেও মুখ খোলেন সদ্য প্রাক্তন এই মন্ত্রী৷ বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে যা নির্দেশ দিয়েছেন তাই করব৷ সঠিক সময়ে সবকিছু জানা যাবে৷” তবে উল্লেখযোগ্যভাবে দল ছাড়ার ইঙ্গিতও দিয়ে রাখলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement