Advertisement
Advertisement

Breaking News

KMC

লেনিন-হো চি মিন আছে, বাঙালি বিপ্লবীর নামে রাস্তা কোথায়? বিস্মিত মেয়র

পুরসভার পরিকল্পনা অনুযায়ী সুব্রত মুখোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়দের নামে দ্রুত রাস্তার নামকরণ হবে।

Mayor Firhad Hakim expresses dissatisfaction for not having so many roads in the name of Bengali freedom fighters in Kolkata | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 29, 2023 1:08 pm
  • Updated:March 29, 2023 1:08 pm  

স্টাফ রিপোর্টার: একটা কার্ল মার্কস, তিনটে হো চি মিন, দুটো লেনিন। কলকাতায় ভিন দেশের দেশনায়কদের নামে রাস্তা ভূরি ভূরি। অথচ বাঙালি বহু বিপ্লবীর নামেই রাস্তা তেমন নেই। যে তালিকায় আছেন হরিগোপাল বল, ইন্দুভূষণ রায়, ভবানী ভট্টাচার্য‌র মতো স্বাধীনতা সংগ্রামীরা। দেশের তুলনায় ভিনদেশের দেশনায়কদের নিয়ে এমন নাচানাচিতে বিস্মিত কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)! এই বিষয়টি দেখার জন্য পুরসভার একটি কমিটি রয়েছে। সে কমিটির কাছে আরজি জানিয়েছেন ফিরহাদ।

কী সেই আবেদন? তিনি বলছেন, ‘‘যে সমস্ত ভিনদেশের রাষ্ট্রনায়কদের নামে একাধিক রাস্তা, তা পরিবর্তন করতে হবে।’’ বাম আমলে রাশিয়া, চিনের নেতাদের নিয়েই লেগেছিল হিড়িক। দাম পাননি বাংলার মাতঙ্গিনী হাজরা। সেই কারণেই এবার নতুন করে কিছু রাস্তার নামকরণ করতে চায় পুরসভা। এই পরিস্থিতিতে ভিনদেশের কোন কোন রাষ্ট্রনায়কের নামে একাধিক রাস্তা রয়েছে তা খতিয়ে দেখতে পুর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, অনেক বাঙালি বিপ্লবী আছেন যাঁদের মর্যাদা দিতে চায় পুরসভা (KMC)। তাঁদের নামে রাস্তার নামকরণ করতে চায়। বর্তমান প্রজন্ম যাতে তাঁদের সম্বন্ধে জানতে পারেন। মেয়রের আফসোস, ‘‘আগে যাঁরা ক্ষমতায় ছিলেন তাঁরা নিজের দলের লোকেদের নামে তিনটি রাস্তার নামকরণ করে চলে গিয়েছেন।’’ তবে এই নাম পরিবর্তন স্রেফ রাজনৈতিক বিরোধের জন‌্য নয়। মেয়র নিজেই জানিয়েছেন, বিশ্বের রাজনীতিতে গুরুত্ব রয়েছে লেনিন, কাল মার্কসের। তবে ভারতেরও অনেক মহান ব‌্যক্তিত্ব রয়েছেন। তাঁর কথায়, ‘‘বামেরা নিজেদের পার্টির বড় বড় নেতাদের নামে রাস্তা করে চলে গিয়েছে। আমি কিন্তু চাই আমার বাড়ির সামনের রাস্তাটা গান্ধিজির নামে হোক। লেনিনের নামে একটা রাস্তা থাকাই ভাল ছিল।’’

Advertisement

[আরও পড়ুন: তিহাড়েই থাকতে হবে আরও ৪ মাস, দিল্লি হাই কোর্টে ফের পিছল অনুব্রতর জামিনের আবেদনের শুনানি]

উল্লেখ‌্য, ‘টক টু মেয়র’ (Talk to Mayor) অনুষ্ঠানে বেহালা থেকে ফোন করেছিলেন তন্ময় বন্দ্যোপাধ‌্যায়। বেহালার যে রাস্তায় তাঁর বাড়ি তার নাম হো চি মিন সরণি। তা শুনেই বিস্মিত মেয়র। এই নামে রাস্তা তো রয়েছে মধ‌্য কলকাতাতেও! মেয়রের প্রশ্ন, ‘‘ভারতবর্ষে অথবা বাংলার উন্নতিতে লেনিন, হো চি মিনের ভূমিকা কী?’’ তাঁর বক্তব‌্য, ‘‘যদি সমস্ত বরেণ‌্য বাঙালির নামে রাস্তা করার পর জায়গা থাকত তারপর এঁদের নামে করলে কোনও আপত্তি থাকত না।’’ রাস্তার নামকরণে মেয়র একা সিদ্ধান্ত নিতে পারেন না। রাস্তা বিভাগের মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ‌্যায় জানিয়েছেন, হেরিটেজ কমিটির সুপারিশ লাগে।

[আরও পড়ুন: স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পাক বংশোদ্ভূত হামজা ইউসুফ, আজই নেবেন শপথ]

উল্লেখ‌্য, দীর্ঘদিন ধরেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ‌্যায়ের (Pranab Mukherjee) নামে রাস্তা করতে চাইছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। গত বছর চেতলায় একটি পুজোর উদ্বোধনে গিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছিলেন তা। কিন্তু, ওই দু’জনের নামে শহরে পার্ক তৈরি করলেও রাস্তা করতে পারেনি পুরসভা। মেয়র বলছেন, ‘‘ফাঁকা রাস্তা পাচ্ছি না বলেই ওঁদের নামে রাস্তার নাম রাখতে পারিনি।’’ তবে এবার শীঘ্রই তা করা হবে। পুরসভা সূত্রে খবর, শহরে রাস্তায় কাদের কাদের নাম একবারের বেশি ব্যবহার হয়েছে সেই তালিকা দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে অফিসারদের। ওই তালিকা এলেই সুব্রত মুখোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায় এবং তিন জন স্বাধীনতা সংগ্রামীর নামে রাস্তার নামকরণ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement