Advertisement
Advertisement

Breaking News

Matua

বঙ্গের তিন আসনে আলাদা প্রার্থী দেওয়ার ঘোষণা মতুয়াদের, ভোটের মুখে নয়া চাপে বিজেপি

ভোটের মুখে মতুয়া গড়ে ফাটল আরও চওড়া!

Matua organization filing candidate in 3 seats in Bengal
Published by: Paramita Paul
  • Posted:April 10, 2024 3:42 pm
  • Updated:April 10, 2024 6:35 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ভোটের মুখে মতুয়া গড়ে ফাটল আরও চওড়া! চিন্তা বাড়ছে বিজেপির। কারণ এবার লোকসভা নির্বাচনে রাজ্যের তিন আসনে ‘স্বাধীন’ প্রার্থী দিচ্ছে মতুয়ারা। তাদের সংগঠন ‘শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন’ বারাসত, বনগাঁ এবং কৃষ্ণনগর-এই তিন আসনে প্রার্থী দিচ্ছে। যার ফলে বিজেপির চিন্তা বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। পূর্ব বর্ধমানে প্রার্থী দেওয়ার কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় সংগঠন।

সংগঠনের অভিযোগ, রাজ্যে মতুয়া ও অন্যান্য় জনজাতিদের উন্নয়ন ব্যাহত হয়েছে। তাদের কথা ভাবাই হয়নি কখনও। তাই এবার রাজ্যের তিন আসনে প্রার্থী দিচ্ছে মতুয়া সংগঠন। পূর্ব বর্ধমানে প্রার্থী দেওয়ার কথা থাকলেও সেখানে যাকে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল, তিনি অসুস্থ হওয়ায় ঝুঁকি নেওয়া হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ক্রমেই চওড়া হচ্ছে হেপাটাইটিসের থাবা! দৈনিক মৃত্যু সাড়ে ৩ হাজার, সতর্ক করল WHO]

এই সংগঠনের তরফে বনগাঁয় প্রার্থী হচ্ছেন সুমিতা পোদ্দার। কৃষ্ণনগরে লড়াই করবেন সঞ্জিৎ বিশ্বাস। বারাসতে লড়বেন সইফুদ্দিন মণ্ডল। সংগঠনের দাবি, ভোটের আগে মুখরোচক চানাচুর এই সিএএ। এসব নিয়ে আমরা ভাবি না। ভোটের আগে সকলেই মতুয়াদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে সবাই। ভোটের পর আর তাদের কেউ চেনে না। এবার সেই বঞ্চনার প্রতিবাদেই ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ‘শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন’।

প্রসঙ্গত, সিএএ-র বিরুদ্ধে লাগাতর প্রচার করছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর দাবি, সংশোধনী নাগরিকত্ব আইনে আবেদন করলে নাগরিকত্ব বাতিল হবে। সেই প্রচার মতুয়াদের একাংশের মনে দাগ কেটেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মতুয়াদের মনে সংশয় তৈরি করেছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে বলতে হয়েছে, “আমিও আবেদন করছি। আপনারাও করুন।” এমন পরিস্থিতিতে মতুয়াদের এই ‘স্বাধীন’ প্রার্থী দেওয়ায় কিছুটা হলেও চাপে পড়েছে বিজেপি।

[আরও পড়ুন: প্রচারে বেরিয়ে ফের অসুস্থ সন্দেশখালির রেখা, রয়েছেন অক্সিজেন সাপোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement