সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ কাণ্ডে বেশ বেকায়দায় ম্যাথু স্যামুয়েল। স্টিং অপারেশনের জন্য যে টাকা তাঁকে দিতে দেখা গিয়েছে তার উৎস কী? এই নিয়ে ক্রমশ বাড়ছে রহস্য। বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল? এই নিয়ে ম্যাথুর বয়ান এবং কে ডি সিংয়ের সংস্থার বক্তব্যে ফারাক ধরে পড়েছে। এই অসঙ্গতি সামনের আসার পরই সিবিআইয়ের হাজিরা এড়াচ্ছেন নারদ কর্তা।
[রাজস্থানের পর এবার গুজরাটে খুন বাঙালি যুবক]
টাকার উৎস সম্পর্কে হাই কোর্টে ম্যাথু জানিয়েছিলেন তিনি কে ডি সিংয়ের সংস্থার থেকে ওই অর্থ পেয়েছিলেন। নারদ স্টিং অপারেশনে প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যবহার করা হয়েছিল। সিবিআই সূত্রে খবর, ওই অপারেশনে ব্যবহৃত লক্ষ লক্ষ টাকা কোথা থেকে এসেছিল তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এই নিয়ে ম্যাথুকে আগে কয়েক দফা প্রশ্ন করেছিলেন তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি ম্যাথু তাদের জানিয়েছিলেন কে ডি সিংয়ের সংস্থাই তাঁকে টাকা দিয়েছিল। সিবিআই তা যাচাই করতে কে ডি সিংয়ের সংস্থাকে নোটিস পাঠায়। জানতে চাওয়া হয় কত টাকা দেওয়া হয়েছিল ম্যাথুকে। সূত্রের খবর, ওই সংস্থা সিবিআইকে জানায় কোনও টাকাই তারা ম্যাথুকে দেয়নি। অর্থাৎ ম্যাথুর সঙ্গে তাদের আর্থিক লেনদেন হয়েছিল সে সম্পর্কে কে ডি সিংয়ের সংস্থা কিছুই জানে না। এই নিয়ে রহস্য কাটাতে ফের ম্যাথু স্যামুয়েলকে নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে মায়ের শরীর খারাপ দেখিয়ে বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন ম্যাথু।
[মাত্র ২০ টাকার জন্য কাকার হাতে ‘খুন’ ভাইপো]
তাঁর এই গতিবিধি ধোঁয়াশা বাড়িয়েছে। প্রশ্ন উঠেছে টাকার উৎস নিয়ে তদন্ত শুরু হওয়ায় ম্যাথু কি পিঠ বাঁচাতে হাজিরা এড়াচ্ছেন? কে ডি সিংয়ের সংস্থার নাম ভাঙিয়ে তিনি কি অন্য কারও থেকে টাকা নিয়েছিলেন? এর পিছনে কি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে? ইতিমধ্যে গোটা বিষয়টি পুনর্নিমাণ করেছে সিবিআই। কেন টাকা দেওয়া হল? ম্যাথু স্যামুয়েল কেন এই কাজ করলেন? তা খতিয়ে দেখছেন তদন্তকারীর। তবে ঘুষ নেওয়ার ফুটেজ দেখাতে গিয়ে ম্যাথু স্যামুয়েল ক্রমশ যে জালে জড়াচ্ছেন তা তদন্তের গতিপ্রকৃতিতে অনেকটা স্পষ্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.