স্টাফ রিপোর্টার: রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর আত্মীয়-পরিজনদের একাংশ ভাঙচুর চালাল হাসপাতালে৷ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হল টালা থানার পুলিশকে৷
ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে৷ বেলগাছিয়ার বাসিন্দা বিশ্বজিৎ মল্লিককে হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে আসা হয়৷ জ্বরে আক্রান্ত বিশ্বজিতের শ্বাসকষ্ট হচ্ছিল৷ পরিবারের অভিযোগ, বার বার বলা সত্ত্বেও বিশ্বজিৎকে ভর্তি নেওয়া হয়নি৷ যথাযথ চিকিৎসাও হয়নি৷ সাময়িকভাবে দেখে ছেড়ে দেওয়া হয়৷ এর পর তাকে বাড়িতে নিয়ে চলে যান পরিবারের সদস্যরা৷ পরে শারীরিক অবস্থার অবনতি হলে ফের বিকেলে বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ পরিবারের অভিযোগ, ভুল ওষুধ প্রয়োগ করে জুনিয়র ডাক্তাররা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন ২৩ বছরের ওই যুবককে৷ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মৃত্যু হয় বিশ্বজিতের৷ তারপরই মারমুখী হয়ে ওঠে মৃতের পরিবার-পরিজনদের একাংশ৷ হাসপাতালের গেট-সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায় উত্তেজিত জনতা৷ পুলিশকে লক্ষ্য করেও ইটবৃষ্টি হয়৷ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন৷ রাত সাড়ে আটটায় পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে৷
মৃতের পরিবারের লোকজন আর জি কর হাসপাতালের সামনে দিয়ে যাওয়া গাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ৷ পরিস্থিতি মারাত্মক হয়ে উঠলে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়৷ শুরু হয় ধরপাকড়৷ বিশ্বজিতের পরিবারের লোকজনদের অভিযোগ, সঠিক চিকিৎসা দূরে থাক কর্তৃপক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে৷
আকস্মিক এই ঘটনায় আতঙ্ক ছড়ায় আর জি কর হাসপাতাল চত্বরে৷ অন্যান্য রোগীর পরিবারের সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন৷ সারা রাত হাসপাতালে বিশাল পুলিশবাহিনী মজুত ছিল৷ ভাঙচুরের ঘটনায় গভীর রাত পর্যন্ত সাত-আটজনকে আটক করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.