ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি উৎসবের মুখে ফের শহরে আগুন৷ আগুনে ভস্মীভূত অন্তত ১০টি ঝুপড়ি৷ নাগেরবাজারের একটি বহুতল আবাসনের পাশের একটি ঝুপড়িতে আগুন লাগার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন৷ ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ আগুনের হাত থেকে বাঁচাতে ইতিমধ্যেই আশপাশের ঝুপড়িগুলি খালি করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর৷
জানা গিয়েছে, এদিন সকালে একটি ঝুপড়ির মধ্য থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা৷ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গোটা ঝুপড়িটি ঘিরে ফেলে৷ আগুন বিধ্বংসী আকার নিতেই পাশের ঝুপড়িতেও আগুন ছড়িয়ে পড়ে৷ চোখের সামনে ১০টি ঝুপড়ি পুড়তে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ আগুন নিয়ন্ত্রণে আনার কাজে স্থানীয়রা হাত লাগালেও তা কাজে আসেনি৷
[স্কুল বাসে যৌন হেনস্তা, আতঙ্কে সাড়ে তিন বছরের খুদে পড়ুয়া]
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখেই খবর দেওয়া হয় দমকলকে৷ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷ তবে, কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়৷ এদিন সকালের এই অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব খুইয়ে কার্যত পথে বসে পড়েছে অন্তত ১০টি পরিবার৷ এর আগেও চলতি বছরেই মার্চেও একই ভাবে ঝুপড়িতে আগুন লেগে সর্বস্ব খোয়ান আর্মেনিয়ান ঘাট লাগোয়া বহু মানুষ৷ অগ্নিকাণ্ডের ঘটনায় মেয়ের বিয়ের আগেই বিপর্যয় নেমে আসে ঝুপড়বাসী ময়না বিবির পরিবারে৷ পরে তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিয়ের ব্যবস্থাও করা হয়৷ ক্ষতিগ্রস্ত ঝুপড়িবাসীর পাশে দাঁড়ান স্বেচ্ছাসেবী সংগঠনও৷ কিন্তু, এদিনের এই দুর্ঘটনার পর এখনও পর্যন্ত সহযোগিতার হাত এগিয়ে না আসায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে৷
[নাম না করে প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ জিগনেশের]
শনিবার সকালের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমদম থানার পুলিশ৷ দুর্ঘটনার জেরে আগুন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করছে দমকল ও পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.