Advertisement
Advertisement
Bus Fire

তারাতলায় অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলে উঠল বেসরকারি স্কুলের বাস

স্কুলবাসে কেউ না থাকায় এড়ানো গিয়েছে প্রাণহানি।

Massive fire in school bus at Taratola Bridge, the bus burnt completely | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 26, 2022 3:52 pm
  • Updated:September 26, 2022 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত স্কুলবাসে আচমকাই দাউদাউ আগুন (Fire)। সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তারাতলা ব্রিজে (Taratola Bridge)। তবে সেসময় স্কুলবাসটিতে কেউ না থাকায় প্রাণহানি এড়ানো গিয়েছে। জানা গিয়েছে, বাসটি এক বেসরকারি স্কুলের। তা ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল। কীভাবে চলন্ত বাসে আগুন লাগল, তা জানা যায়নি এখনও। তবে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। বরাতজোরে প্রাণে রক্ষা পেয়েছেন বাসের চালক ও খালাসি। 

Advertisement

সোমবার দুপুর ১টা নাগাদ ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল স্কুল বাস। সেটি জোকার দিল্লি পাবলিক স্কুলের (DPS)। আচমকাই পথচলতি মানুষজন দেখেন, বাসটি দাউদাউ করে জ্বলছে। রাস্তার উপরে এমন অগ্নিকাণ্ড দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।  তবে পুরোপুরি জ্বলে ভস্মীভূত হয়ে গিয়েছে বাসটি।

[আরও পড়ুন: টেটের প্রশ্নপত্রে ভুল, পুজোর আগে আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

কীভাবে আগুন লাগল বাসটিতে, তা এখনও জানা যায়নি। তবে অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। তীব্র গরম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। তা নজরে আসতেই বাসের চালক ও কন্ডাক্টর কোনওক্রমে পালিয়ে যান। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে বাসটি পুড়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল স্কুলবাসে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে পড়ুয়াদের নিয়ে যাতায়াত করা বাসে এভাবে আগুন লাগায় আতঙ্কিত পড়ুয়া থেকে অভিভাবক – সকলেই। বাসে পড়ুয়ারা থাকলে কত বড় বিপদ হতে পারত, তা ভেবেই আতঙ্কিত তাঁরা।  

[আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে নাতনির বিয়েতে বাধা! মর্মান্তিক পরিণতি ঠাকুমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement